বাংলা নিউজ > বায়োস্কোপ > ভারতকে সমর্থন করতে আমেরিকা থেকে এসেছেন জনপ্রিয় ইউটিউবার, কী বললেন বিরাটের খেলা নিয়ে?
পরবর্তী খবর
ভারতকে সমর্থন করতে আমেরিকা থেকে এসেছেন জনপ্রিয় ইউটিউবার, কী বললেন বিরাটের খেলা নিয়ে?
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 04:26 PM ISTSubhasmita Kanji
ICC World Cup: ভারত পাকিস্তান মহারণের সাক্ষী থাকতে এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ছিলেন বিরাট কোহলির ভক্ত আইশোস্পিড। তিনি পরে জয় শাহের সঙ্গে দেখা করে কী বলেছেন জানেন?
ভারতকে সমর্থন করতে আমেরিকা থেকে এসেছেন জনপ্রিয় ইউটিউবার
জনপ্রিয় আমেরিকান ইউটিউবার আইশোস্পিড শনিবার ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জয় শাহের সঙ্গে দেখা করেন। এবং বিরাট কোহলিকে নিয়ে বলেন নানা কথাও।
বিরাট প্রসঙ্গে আইশোস্পিড
এই আমেরিকান ইউটিউবার আদতে বিরাট কোহলির ভীষণ ভক্ত। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে হ্যান্ডশেক করে পোজ দিতে দেখা যায় জয় শাহের সঙ্গে। এরপর তাঁরা কিছুক্ষণ কথাও বলেন। তখনই অমিত শাহর ছেলে তাঁকে থামস আপ দেখাতে বলেন। তিনি তাই করেনও।
এরপর বিরাট কোহলিকে নিয়ে কথা বলেন তাঁরা। ভারতের এই ক্রিকেটারের প্রসঙ্গে তিনি বলেন, 'বিরাট কোহলি চিরকালের সেরা। সবার সেরা।'
কে এই আইশোস্পিড?
তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টার যিনি তাঁর মজার সব ভিডিয়ো, পাবলিসিটি স্টান্ট, লাইভ স্ট্রিম, ইত্যাদির জন্য জনপ্রিয়। তাঁর প্রায় ২০.৭ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। আইশোস্পিড তাঁর চ্যানেলের নাম হলেও তাঁর আসল নাম ড্যারেন জ্যাসন ওয়াটকিনস জুনিয়র।