একদিকে ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে, অন্যদিকে যুজবেন্দ্র চাহালের নতুন প্রেমে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচের দিন থেকে চাহালের পাশে বসে থাকা সুন্দরী তরুণীর ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়। পরে জানা যায়, ওই তরুণী হলেন আর আরজে মহওয়াশ। তিনিই আবার জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে। লোকজনের কৌতুহল, চাহাল কি তাহলে নতুন প্রেমে পড়েছেম?
নাহ, এর উত্তর অবশ্য মেলেনি। ভাইরাল ভিডিয়ো নিয়ে যুজবেন্দ্র চাহাল অবশ্য এক্কেবারেই চুপ। তবে এরই মাঝে বড় পদক্ষেপ করতেন ধনশ্রী। কী করেছেন চাহালের ‘বিচ্ছিন্না স্ত্রী’ (এখনও মামলা চলছে)?
পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের আগেই নিজের ইন্সটাগ্রাম থেকে দুজনের সমস্ত ছবি মুছে ফেলেছিল ধনশ্রী। গত বছরই চাহালের সঙ্গে তাঁর সমস্ত ছবি ও ভিডিও আর্কাইভ করে (সরিয়ে ফেলেছিলেন) রেখেছিলেন তিনি। আর এরপরই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি ২০২০ সালে তাঁদের বিয়ের ছবিও আর ধনশ্রী অ্যাকাউন্টে আর ছিল না।
তবে ১০ মার্চ সোমবার, চাহালের সঙ্গে তাঁর পুরনো ছবিগুলি আবারও দেখা যাচ্ছে ধনশ্রীর ইনস্টাগ্রামে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ধনশ্রী সেগুলিকে ফের আনআর্কাইভ (অর্থাৎ ফিরিয়ে এনেছেন) করছেন। এর মধ্যে রয়েছে তাঁদের বিয়ের ছবি, একসঙ্গে বেড়াতে যাওয়া এবং ব্র্যান্ডের প্রমোশনাল পোস্ট এবং বিয়ে ছাড়াও তাঁদের অন্যান্য ছবিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।