১৪৪ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। অধিকাংশ ভারতীয়র গন্তব্য এখন ত্রিবেণী সঙ্গম-মুখী। কোটি কোটি মানুষ পুণ্যস্নান সেরেছেন ইতিমধ্যেই। এবার কি সেই মহাকুম্ভের ছোঁয়া লাগল বাংলা সিরিয়ালেও? পরিণীতা সিরিয়ালে দেখা মিলবে তেমন কিছুর। তবে কি এবার গোটা টিম প্রয়াগরাজের পথে রওনা দেবে?
কী জানা গিয়েছে?
পরিণীতা ধারাবাহিকে উঠে আসবে মহাকুম্ভের কথা। কিন্তু তার জন্য তাঁরা কেউই উত্তর প্রদেশে পাড়ি দিচ্ছেন না। বরং মহাকুম্ভের আদলে একটি সেট তৈরি করা হয়েছে। সেই কাজ চলছে পুরোদমে। সামাজিক ছবি ধারাবাহিকে সবসময়ই উঠে আসে। এতে বাস্তবের সঙ্গে বেশি মিল পান দর্শকরা। এই সিরিয়ালেও তার অন্যথা হবে না। তবে আপাতত চ্যানেল বা সিরিয়ালের কলাকুশলী, কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছুই বলতে চাওয়া হয়নি বলেই জানানো হয়েছে টিভি নাইন বাংলার রিপোর্টে।
আরও পড়ুন: 'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু করেও চালচিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। টিআরপি তালিকার শীর্ষে রয়েছে উদয় এবং ইশানির এই মেগা। তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৯। লাগাতার কয়েক সপ্তাহ ধরেই পরিণীতা টিআরপি তালিকার শীর্ষে থাকছে।
সম্প্রতি পরিণীতা ধারাবাহিকটি ১০০ পর্ব পার করল। আর সেই উপলক্ষে সেই মেগার সেটে চলল কেটে উদযাপন। উপস্থিত ছিলেন জি বাংলার এই ধারাবাহিকের সমস্ত টিম মেম্বাররা। এদিন সেই উদযাপনের ঝলক পোস্ট করেন রিয়াজ লস্কর। তাঁকে তাঁর পোস্ট করা সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, 'আচ্ছা বন্ধুরা, আজ আমাদের পরিণীতা ধারাবাহিকের ১০০ পর্ব পার হল।' তাঁর সঙ্গে যোগ দিয়ে সিরিয়ালের নায়িকা ইশানি চট্টোপাধ্যায় বলেন, '১০০ হল। এবার এই ১০০ টাকে আরও আরও অনেক ১০০০ করতে হবে। আরও যতদূর যাওয়া যায়। মাইলস টু গো। খুব আনন্দ হচ্ছে।' প্রসঙ্গত এটাই ইশানির প্রথম ধারাবাহিক।
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?