আমির কন্যা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নূপুরের সঙ্গে বিয়ের সমস্ত মুহূর্ত যেমন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তেমনই ইন্দোনেশিয়ায় একান্তে মধুচন্দ্রিমা কাটানোর মুহূর্তও সকলের জন্য পোস্ট করেছেন আমির কন্যা। সেখানে লাল ব্রা পরে সুইমিং পুলে নূপুরের সঙ্গে ডুবে বসে থাকতে দেখা গিয়েছে আইরাকে।
নূপুর ও আইরা
প্রথমে ঘটা করে রেজিস্ট্রি বিয়ে, তারপর উদয়পুরে জাঁকজমকপূর্ণ নানান অনুষ্ঠান ও বিয়ে। মুম্বইতে ফিরে মেয়ে আইরার রিসেপশন পার্টিরও আয়োজন করেন আমির। তবে আইরা-নূপুরের সেই বিয়ের পর্ব এখন মিটে গিয়েছে। আপাতত ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমা সারছেন আমিরের মেয়ে-জামাই।
আমির কন্যা আইরা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নূপুরের সঙ্গে বিয়ের সমস্ত মুহূর্ত যেমন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তেমনই ইন্দোনেশিয়ায় একান্তে মধুচন্দ্রিমা কাটানোর কয়েক টুকরো মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমির কন্যা। সেখানে লাল ব্রা পরে সুইমিং পুলে নূপুরের সঙ্গে ডুবে বসে থাকতে দেখা গিয়েছে আইরাকে। আরও একটা ছবিতে তোয়ালে গায়ে দেখা গিয়েছে আইরাকে। বোঝাই যাচ্ছে স্নানের মুহূর্তে ছবিগুলি তোলা। অন্যদিকে নূপুরকে খালি গায়েই দেখা গিয়েছে। তিনি আইরার সেলফিতে মৃদু হাসি হেসেছেন। ছবিতেই স্পষ্ট বিয়ের পর বরের সঙ্গে একান্ত মুহূর্ত দিব্যি উপভোগ করছেন আইরা।