
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ফের দুই সতীন এক পর্দায়! 'অনিন্দ্য আঙ্কেল'কে নিয়ে টানাটানি না থাকলেও তাঁরা দুজনে ফের একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে চলেছেন। তাহলে কি জুন আন্টি এবং শ্রীময়ী একত্রে ছোটপর্দায় শ্রীময়ী ২ নিয়ে আসছে? না, না। এবার আর তাঁরা ছোটপর্দায় আসছেন না। তাঁরা এবার আসবেন ওয়েব মাধ্যমে। ইন্দ্রানী হালদার এবং উষসী চক্রবর্তীকে দেখা যেতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজে।
জি ফাইভে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ঘোষণা করা হয়েছে। আর সেই ওয়েব সিরিজগুলোর একটি হল ছোটলোক। এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায়চৌধরী। গল্পের প্রযোজনা করবেন চেরিপিক্স মুভিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুক।
কী গল্প উঠে আসবে ছোটলোক ওয়েব সিরিজে? এক বিবাহিত পুরুষ একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বেন। তাঁর অমোঘ আকর্ষণ তৈরি হবে এক সুন্দরী মহিলার প্রতি। তবে সেই মহিলার কে একটি কালো রহস্যে মোড়া অতীত আছে সেটা কি তিনি জানেন? আর সেই রহস্যাবৃত অতীতের সঙ্গেই জড়িয়ে আছে খুনের ঘটনা। কী সেই ঘটনা। সেই মহিলার সঙ্গে খুনের কী সম্পর্ক? তিনিই কী আসল খুনি? এই নানান প্রশ্নের উত্তর মিলবে এই ওয়েব সিরিজ থেকে।
ছোটলোক ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রানী হালদার, উষসী চক্রবর্তী, দামিনী বসু, গৌরব চক্রবর্তী, প্রতীক দত্ত, জিৎ সুন্দর চক্রবর্তী, উষসী রায়, লোকনাথ দে, দেবেশ চট্টোপাধ্যায়, তপস্যা দাশগুপ্ত, প্রমুখ।
জি ফাইভের তরফে এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ্যে আনা হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সেই টিজার। ছোটলোক ওয়েব সিরিজের সঙ্গে আরও একাধিক ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে জি ফাইভে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্বেতকালী, মৎসান্যায়, রক্তকরবী, ইত্যাদি।
রক্তকরবীতে প্রথমবার জুটি বাঁধবেন বিক্রম চট্টোপাধ্যায় এবং রাইমা সেন। অন্যদিকে শ্বেতকালী সিরিজে থাকবেন সৌরভ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, ঐন্দ্রিলা সেন। মৎসান্যায় সিরিজে থাকবেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। এই তিনটি ওয়েব সিরিজেই ধরা পড়বে পারাবারিক গল্প কিন্তু আলাদা আলাদা ফ্লেভারে। আর সব জায়গাতেই লুকিয়ে আছে কোনও না কোনও রহস্য!
৳7,777 IPL 2025 Sports Bonus