1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 06:15 PM ISTSubhasmita Kanji
Iman Chakraborty-Saraswati Puja: সরস্বতী পুজোর দিন একটি ভিডিয়ো পোস্ট করলেন ইমন চক্রবর্তী। সেখানে তাঁদের বাড়ির পুজোতে পুরোহিতকে সরস্বতী পুজোর মন্ত্রের বদলে কালী মন্ত্র বলতে শোনা যাচ্ছে। ব্যাপারটা কী?
সরস্বতী পুজোতে 'কালী'মন্ত্র পাঠ ইমনের বাড়িতে
অন্যান্য একাধিক বাঙালির মতোই এদিন ইমন চক্রবর্তীর বাড়িতেও হয়েছে সরস্বতী পুজো। ফুল, ধুপ, ধুনো, ফল, প্রসাদ সহ নানা জিনিস দিয়ে আচার মেনেই পুজো করেছেন তিনি। তাঁর বাড়ির পুজোতে এসেছিলেন তাঁর ছাত্র ছাত্রীরাও। সকলে মিলে হইহই করে আনন্দ করতে করতেই পুজো দেন। কিন্তু একি! এ যে মন্ত্র বিভ্রাট! কী হল হঠাৎ?
ইমনের বাড়ির সরস্বতী পুজোতে ঘটল একি কাণ্ড!
এদিন ইমন চক্রবর্তী যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুরোহিত মাঝে পঞ্জাবি পরে বসে। তাঁর চারপাশে বসে আছেন ইমন চক্রবর্তীর ছাত্র ছাত্রীরা। শিক্ষিকা তথা গায়িকার সঙ্গে দাঁড়িয়ে আছেন কেউ কেউ। সরস্বতী পুজোর মহামন্ত্র 'জয় জয় দেবী চরাচর সারে...' পাঠ করতে শুরু করেন পুরোহিত। সেটা শুনে শুনে সকলেই বলতে থাকেন। কিন্তু একি! তাঁর বলার আগেই অন্যান্য সবাই সেই মন্ত্র বলে যাচ্ছেন। আর সেটা শুনেই বেজায় চটে যান পুরোহিত। তিনি রাগ করে চিৎকার করে সরস্বতী পুজোর মন্ত্রের বদলে কালী পুজোর মন্ত্র পাঠ করতে শুরু করে দেন। সেটা শুনে ঘাবড়ে যান সকলে। তাঁকে থামাতে চান। কিন্তু পুরোহিত মশাই শুনলে তো!
আসলে সরস্বতী পুজো বলুন বা দুর্গা কিংবা কালী পুজো, যা আমরা প্রতি বছর দিয়ে থাকি, অঞ্জলি দেওয়ার সুবাদে সেগুলোর মন্ত্র আমাদের সবারই মুখস্থ হয়ে যায়। সেটাই মাথায় রেখে এই মজার ভিডিয়ো বানিয়েছেন গায়িকা। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'যখন পুরোহিতকে সময় না দিয়েই সবাই আগে ভাগে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিতে থাকে। তখন এমনই হযবরল পরিস্থিতি হয়।' একই সঙ্গে লেখেন, 'ভিডিয়োটি সম্পূর্ণ মজার ছলে বানানো। কাউকে আঘাত করার কোনওরকম অভিপ্রায় আমাদের ছিল না। সবাই আনন্দ করুন। শুভ সরস্বতী পুজো।'
অনেকেই ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি লেখেন, 'এটা আলাদাই হয়েছে। ভারী মজা পেলাম।' আরেকজন লেখেন, ' হাসতে হাসতে মাটিতে পড়ে গেলাম ভাই রে। এটা কী!' কেউ আবার লেখেন, 'হ্যাঁ, ঠিক এটাই হয়ে থাকে।'