IFFI controversy on Vishnu Wagh poem: বর্ণবৈষম্যের কবিতা ছাপতে নিষেধ করল চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এই ঘটনা উল্লেখ করে ইন্সটাগ্রামে একটি পোস্ট করে বিখ্যাত শিল্পী সিদ্ধেশ গৌতম। এই নিয়েই এবার বিতর্ক দানা বাঁধল।
বর্ণবৈষম্যের কবিতা ছাপতে নিষেধ!
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ম্যাগাজিন ঘিরে এবার বিতর্ক। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রোজ ম্যাগাজিনের একটি করে সংখ্য়া প্রকাশিত হয়। ওই ম্যাগাজিনের রবিবারের সংখ্যা নিয়েই এবার বিতর্ক শুরু হয়েছে। কী নিয়ে বিতর্ক? বিষ্ণু সূর্য ওয়াঘের একটি কবিতাই আদতে বিতর্কের কেন্দ্রে ছিল। বর্ণবৈষম্য নিয়ে তাঁর একটি কবিতা ওই ম্যাগাজিনে ছাপানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেয় উৎসব কর্তৃপক্ষ। এই নিয়েই ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন ম্যাগাজিনের সঙ্গে যুক্ত শিল্পী সিদ্ধেশ গৌতম।
এই দিন ইন্সটাগ্রামে তাঁর নিজের আঁকা ছবিটা শেয়ার করেন সিদ্ধেশ। ইন্সটাগ্রাম পোস্টে তিনি জানান, ওই ছবির সঙ্গে একটি কবিতাও থাকার কথা। দুই পাতা জুড়ে ছবিটা ছিল। তাঁর এক অংশে থাকার কথা কবিতাটার। সেই মতো কবিতা বাছাই করা হয়। তার পর তার ইংরেজি তর্জমাও করা হয়। কিন্তু শেষ মুহূর্তে জানা যায় কবিতাটার বিষয়বস্তু পছন্দ হয়নি উৎসব আয়োজকদের। বর্ণবৈষম্য নিয়ে কবিতায় নানা কথা উঠে এসেছে। আর সেটাই মূলত আপত্তির কারণ।
এই নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী সিদ্ধেশ। গোটা ঘটনাটা জানিয়ে তিনি লেখেন তাঁর কিছু হারানোর নেই। তাই কোনও কিছুর তোয়াক্কা না করেই তাঁকে কবিতাটার ইংরেজি ভার্সান পোস্ট করতে দেখা যায়। পোস্টের তলাতেই গোটা কবিতাটি লিখে দেন তিনি। সঙ্গে ছবি হিসবে নিজের ইলাস্ট্রেশনটিও পোস্ট করেন সিদ্ধেশ গৌতম।