এই গানে শিলাজিতের গলায় রয়েছে জনপ্রিয় ডায়ালগ, 'ভিজে হাত শুকনো করে ঢুকিয়ে দেব'। এই ডায়ালগটাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে একসময় ছড়িয়ে পড়েছিল। এছা়ড়াও রয়েছে, আরও বেশকিছু পরিচিত অ্যান্টি সোশ্যাল ডায়ালগ। এছাড়াও রয়েছে, 'যেমন চলছে চলতে দি, আগুন অল্প, স্বল্প ঘি', ‘টপকে দিলে লাসটা ফ্রি'র মতো ডায়ালগ
হুব্বার টাইটেল ট্র্যাক
গ্যাংস্টার ও পুলিশের ইঁদুর-বিড়াল দৌড়, আর তা নিয়েই আসছে ব্রাত্য বসুর ‘হুব্বা’। কলকাতার আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম মাথা হল হুব্বা। যার মানুষ খুন করতে বিন্দুমাত্র হাত কাঁপে না। বরং মানুষ মারার পর যে গরম রক্ত ছিটিয়ে যায়, সেটাতেই তার ভালো লাগা। ব্রাত্য বসুর নতুন ছবি কমেডি থ্রিলার 'হুব্বা'র টাইটেল ট্র্যাক গাইলেন শিলাজিৎ।
'হুব্বা'র ট্রেলার নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। তারই মাঝে মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। শিলাজিতের গাওয়া সেই গানের কথা ইতিমধ্যেই মানুষের মনে আলাদা করে আগ্রহ তৈরি করেছে। যেমন, ‘নাম ধাম, তাম ঝাম, করনা হ্যায় জো খুলে আম/ একটা ডানা কাম তামান, ঢাল না শালা কী আরাম/ দেখলে হবে খরচা আছে, মাল্লু থাকলে সবই আছে/ ফালতু কেন দর বাড়াচ্ছে, মোদ্দা কেসটা কী দাঁড়াচ্ছে?’
এখানেই শেষ নয়, এই গানে শিলাজিতের গলায় রয়েছে জনপ্রিয় ডায়ালগ, 'ভিজে হাত শুকনো করে ঢুকিয়ে দেব'। এই ডায়ালগটাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে একসময় ছড়িয়ে পড়েছিল। এছাড়াও রয়েছে, আরও বেশকিছু পরিচিত অ্যান্টি সোশ্যাল ডায়ালগ। রয়েছে, 'যেমন চলছে চলতে দি, আগুন অল্প, স্বল্প ঘি', 'টপকে দিলে লাসটা ফ্রি/ মেশিন থাকলে চিন্তা কি', ‘আজকে আছি তো কাল খালাস, কাল মাইনাস ও আজকে প্লাস’।