বাংলা নিউজ > বায়োস্কোপ > Fighter-Hrithik-Deepika: ইতালির মাটিতে যুদ্ধ থামল 'ফাইটার' দীপিকা-হৃতিকের, শুটিং শেষে কী আপডেট দিলেন পরিচালক?
পরবর্তী খবর
Fighter-Hrithik-Deepika: ইতালির মাটিতে যুদ্ধ থামল 'ফাইটার' দীপিকা-হৃতিকের, শুটিং শেষে কী আপডেট দিলেন পরিচালক?
1 মিনিটে পড়ুন Updated: 06 Oct 2023, 09:09 AM ISTSubhasmita Kanji
Fighter-Hrithik-Deepika: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। বর্তমানে ইতালিতে এই ছবির একটা অংশের শুটিং শেষ হল।
ইতালিতে শুটিং শেষ 'ফাইটার' হৃতিক-দীপিকার
প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবিতে তাঁদের একত্রে দেখা যাবে। বিগত কয়েক দিন ধরেই ইতালিতে এই ছবির শুটিং চলছিল যা সদ্যই শেষ হল। আর এই তথ্য পরিচালক নিজেই বুধবার জানিয়েছেন।
ফাইটার ছবির ইতালি শিডিউলের শুটিং শেষ
সিদ্ধার্থ আনন্দ এদিন ইতালি শিডিউলের শুটিং শেষ হওয়ার পর একটি টুইট করেন। তিনি তাঁর সেই টুইটে লেখেন, 'অ্যান্ড ইটস এ শিডিউল র্যাপ।'
বিগত কয়েকদিন ধরেই ইতালিতে শুট করছিল টিম ফাইটার। কিছুদিন আগেই তাঁদের শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটিতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ আনন্দ, তাঁর স্ত্রী মমতা ভাটিয়া আনন্দ, কোরিওগ্রাফার বস্কো মার্টিস, প্রমুখকে দেখা যাচ্ছে। এটি হৃতিকই তুলেছেন।
ছবিটি আদতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা আরফিন খান। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, 'ফাইটার ইন অ্যাকশন। দারুণ সব মানুষ, দারুণ শুট।' তিনি তাঁর এই পোস্টে হৃতিক, দীপিকা এবং বস্কো মার্টিসকে ট্যাগ করেছেন।