1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 10:11 AM ISTSubhasmita Kanji
Josh Radnor-Jordana Jacobs Marriage: বিয়ে করলেন যশ র্যাডনোর। জর্ডানা জ্যাকবের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।
বিয়ে করলেন যশ র্যাডনোর
হাউ আই মেট ইয়োর মাদার ছবির অভিনেতা যশ র্যাডনোর বিয়ে করলেন। উহু, ভুল বললাম, রূপকথার গল্পের মতো পরিবেশে বিয়ে করলেন তিনি। নিউ ইয়র্কের হাডসন ভ্যালিতে জর্ডানা জ্যাকবসের সঙ্গে বিয়ে করলেন তিনি। তাঁদের বিয়ের একাধিক ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
৪৯ বছর বয়সে এসে বিয়ে করলে। যশ র্যাডনোর। আর সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একাধিক ছবি পোস্ট করে তিনি জানালেন কীভাবে তিনি তাঁর মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। যশ র্যাডনোর এদিন তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'বিয়ে করে ফেললাম। দুই সপ্তাহে আগেই বিয়েটা করলাম। সেই সপ্তাহে স্বপ্নের মতো সুন্দর করে বরফ পড়ছিল। আমাদের সঙ্গে ট্রিপে থাকার জন্য সকলকে ধন্যবাদ।' তিনি এরপর তাঁদের বিয়ের ছবি যাঁরা তুলেছেন তাঁদের ধন্যবাদ জানান। এরপর তিনি তাঁর স্ত্রীর উদ্দেশ্যে লেখেন, 'পরিশেষে তোমার কথা বলি জর্ডানা। আমি এখনও আমার ভাগ্যকে মানতে পারছি না যে আমি এই দুর্দান্ত মহিলাকে আমার স্ত্রী হিসেবে পেলাম।'
নিউ ইয়র্ক ট্যুরের সময় গত নভেম্বর মাসে এক জনপ্রিয় অভিনেতা এবং গায়ক জানিয়েছিলেন তিনি শীঘ্রই জর্ডানাকে বিয়ে করতে চলেছেন। সেই সময়ই মুক্তি পায় তাঁর নতুন গানের অ্যালবাম ইউলজি ভলিউম ১।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর প্রথমবার ডিকেহা হয় ২০২২ সালে একটি সাউন্ড মেডিটেশন রিট্রিটে। এরপর ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি ব্রুকলিনে থাকছেন এখন তাঁর বাগদত্তার সঙ্গে।
যশ র্যাডনোরের বিয়ের যে ছবিগুলো প্রকাশ্যে এসেছে সেখানে তাঁদের স্নোফলের মধ্যে হেঁটে এসে শপথ নিতে দেখা গেছে। শপথ নেওয়ার পর যখন তাঁরা চুমু খান তখন তাঁদের গোটা মাথা ভরে গিয়েছিল বরফে। বিয়ের পর বরফে গিয়ে তাঁদের ফটোশ্যুট করতে দেখা যায়।