হানি বলেন, ‘আমি দিলজিতের অ্যালবাম দ্য নেক্সট লেভেলে কাজ করেছিলাম। গোটা একটা বছর ধরে পুরো অ্যালবামটি ডিজাইন করেছি। যদিও আমি এর জন্য খুব বেশি কৃতিত্ব পাইনি। যদিও আমি কৃতিত্বের জন্য কাজ করি না।'
দিলজিৎ দোসাঞ্জ-হানি সিং
দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কাজ করেও কোনও কৃতিত্ব পাননি। সম্প্রতি জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, অভিনেতা দিলজিতকে নিয়ে এমনই মন্তব্য করেছেন র্যাপার হানি সিং। যদিও হানির সাফ কথা, তিনি নাম ও কৃতিত্বের জন্য কাজ করেন না, ভালোবেসেই কাজ করেন।
ঠিক কী বলেছেন হানি?
হানি বলেন, ‘আমি যখন ২০০৭ সালে পঞ্জাবে চলে যাই, আমি ২০০৭-২০১২ পর্যন্ত সঙ্গীতেক দুনিয়ায় প্রযোজক হিসাবে কাজ করেছি। আমার অনেক অ্যালবাম হিট হয়েছিল। আমি দিলজিতের অ্যালবাম দ্য নেক্সট লেভেলে কাজ করেছিলাম। গোটা একটা বছর ধরে পুরো অ্যালবামটি ডিজাইন করেছি। যদিও আমি এর জন্য খুব বেশি কৃতিত্ব পাইনি। যদিও আমি কৃতিত্বের জন্য কাজ করি না। আমি নিজের জন্য এবং নিজেকে খুশি করার জন্য কাজ করেছি। আমি কখনো অন্য কাউকে খুশি করার জন্যও কাজ করিনি। আমি গানগুলো পছন্দ হলে তবে রিলিজ করি।’