টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। দীর্ঘ খরা কাটিয়ে সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। টিম জিততেই সেদিন আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এদিকে আবার ব্যক্তিগত জীবনেও টানাপড়েনের মধ্যেই কাটছে হার্দিকের। তবে স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্ক যে পর্যায়েই থাকুক না কেন, নিজের সাফল্য ছেলের সঙ্গে ভাগ করে নিলেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার সাফল্য সেলিব্রেট করেছে তাঁর পরিবারও। হার্দিক বাড়িতে ফিরবে সেকথা মাথায় রেখেই তাঁর মুম্বইয়ে বাড়িতে রাখা হয়েছিল সারপ্রাইজ পার্টি। নীল বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল গোটা বাড়ি। আর সেখানেই নিজের সাফল্যের সেই মেডেল ছেলে অগস্ত্যর হাতে তুলে দেন ‘বাবা’ হার্দিক। ছেলেকে কোলে নিয়ে তাঁকে আদরে ভরিয়ে দিতেও দেখা গেল তাঁকে। তাঁরই কিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভায়ানি-র সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘বহু প্রতীক্ষিত ছবি, ব্রেকআউট! হার্দিক পান্ডিয়া তাঁর ছেলের সঙ্গে নিজের জয়ের পদক উদযাপন করেছেন।’ হার্দিক এই ছবি ও ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘My #1! Everything I do, I do for you’। অর্থাৎ আমার নম্বর ওয়ান, আমি যা কিছুই করি সবই তোমার জন্য।