‘আতি ক্যায়া খান্ডালা…’, খান্ডালা নয়, মুম্বইয়েই দেখা হল সিধু আর আলিশার। আমির-রানিকে একফ্রেমে দেখে ‘জিয়া নস্টাল’ ফ্যানেদের। নতুন কোনও সুখবর আছে নাকি?
একফ্রেমে ‘গুলাম’ জুটি, রানি-আমিরকে একসঙ্গে দেখে নস্টালজিক নেটপাড়া, সুখবর মিলবে?
মেলালেন তিনি মেলালেন! খন্ডালা নয়, মুম্বইতেই ঘরোয়া আড্ডায় একফ্রেমে আমির খান ও রানি মুখোপাধ্যায়। নেপথ্যে আমির কন্যা ইরা খান। মেয়ে ও জামাইয়ের সঙ্গে রানির সঙ্গে একান্ত আড্ডায় ধরা দিলেন আমির খান। বলিউডের ‘গুলাম’ জুটিকে দেখে নস্টালজিক ভক্তরা। বলিউডে রানির কেরিয়ার শুরু ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে, তবে এই বঙ্গ সুন্দরীকে পরিচিতি দিয়েছিল গুলাম। আরও পড়ুন-রানির মুখে জয় শ্রীরাম ধ্বনি! হনুমান জয়ন্তীতে মন্দিরে বঙ্গসুন্দরী, মেয়ে আদিরা কোথায়?
১৯৯৮ সালে আমির খান অভিনীত এই ছবির নায়িকা ছিলেন ‘ভাঙা গলার স্বর’-এর জন্য বহুবার রিজেক্ট হওয়া রানি। এরপরেও আমিরের সঙ্গে তলাশ-এর মতো ছবিতে কাজ করেছেন রানি, তবে গুলাম নিয়ে মাদকতার ঘোর কাটেনি ফ্যানেদের। ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরের সাথে দেখা করেন রানি, সেখানে হাজির ছিলেন আমিরও। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা খান তাদের গেট টুগেদারের ছবি পোস্ট করেছেন।
আমির-রানির নতুন যুগলবন্দি?
এই ছবি ভাইরাল হতেই সোশ্যালে চর্চা, তবে কি নতুন কোনও প্রোজেক্টে একসঙ্গে দেখা যাবে আমির-রানিকে? আপতত সিতারে জমিন পর নিয়ে ব্যস্ত আমির, তবে কি অভিনেতার এই প্রোজেক্টে পুরোনো বন্ধু রানিও থাকছেন? দীর্ঘদিন নিজের হোম প্রোডাকশন (যশ রাজ ফিল্মস)-এর বাইরে কাজ করেন না রানি। এই ব্যাপারে অবশ্য কোনও ইঙ্গিত মেলেনি, কিন্তু ফ্যানেরা আশা ছাড়ছেন না।
ইরা-নূপুরের সঙ্গে সেলফি তুললেন রানি-আমির
আমির কন্যা সদ্য বিয়ের পর্ব সেরেছেন। নববিবাহিতা আমির কন্যের সঙ্গে প্রথম ছবিতে দেখা মিলল আমির খান ও রানির। এদিন ইরা একটি সাদা-কালো ফুলেল প্রিন্টেড ড্রেস পরছিলেন এবং নূপুরকে একটি পিচ রঙা শার্টে দেখা গিয়েছিল। আমির বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও ইন্ডিগো ট্রাউজার। কালো রঙা ঢলা পোশাকে দ্যুতি ছড়ালেন রানি। ঘরের ড্রয়িং রুমে বসে একসঙ্গে সবাই আড্ডায় মেতে উঠেছেন।