বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স, হাসপাতাল থেকে আর কী জানালেন অভিনেতার স্ত্রী?
পরবর্তী খবর
Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স, হাসপাতাল থেকে আর কী জানালেন অভিনেতার স্ত্রী?
1 মিনিটে পড়ুন Updated: 15 Dec 2023, 12:24 PM ISTSubhasmita Kanji
Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন ঠিক আছেন শ্রেয়স তালপাড়ে। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হার্ট অ্যাটাকের পর।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স
বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হয় গোলমাল খ্যাত অভিনেতা শ্রেয়স তালপাড়ের। তারপরই তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতাকে ভর্তি করানোর পরই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। এমনটাই হাসপাতাল সূত্রে পিটিআইকে জানানো হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানানো হয়েছে।
কেমন আছেন শ্রেয়স?
হাসপাতালের তরফে এদিন অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে পিটিআইকে বলা হয়, 'গতকাল সন্ধ্যার দিকে ওঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরই রাত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেতার। এখন তিনি আইসিইউতে আছেন, কিন্তু ঠিক আছেন।' এদিন তাঁর পরিবারের তরফে একই বার্তা দেওয়া হয়।
শ্রেয়স তালপাড়ের স্ত্রী এদিন অভিনেতার বর্তমান অবস্থার কথা জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, 'মিডিয়া এবং বন্ধুদের জানাতে চাই সম্প্রতি আমার স্বামীর শরীর খারাপ করা পর সবাই যেভাবে উদ্বিগ্ন হয়ে তিনি কেমন আছেন সেটা জানতে চেয়েছিলেন, তাঁর হয়ে প্রার্থনা করেছেন সেটার জন্য ধন্যবাদ। আমি এখন সবাইকে জানাচ্ছি যে ও ঠিক আছে, আগামী কয়েকদিনের মধ্যেই ওকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।'