অনিল শর্মা বলেন, ‘নাসির বলেছিলেন যখন আপনি আমাকে ছেঁড়া কুর্তা পরান আমি কোনও প্রশ্ন করি না। আপনি যখন আমাকে বিকিনি পরতে বলবেন, আমি না কেন বলব? পরিচালক অভিনয় করতে বলছেন করব, এটাতো আর আমি সত্যি সত্য়ি রিয়েল লাইফে পরছি না।’
নাসিরুদ্দিন শাহ-অনিল শর্মা
নাসিরুদ্দিন শাহ বিকিনি পরেছেন, ভাবুন তো কেমন লাগবে! এ হয়ত এখন অনেকের পক্ষেই কল্পনা করাও মুশকিল। তবে এমনটাই ঘটেছিল। আর বর্ষীয়ান অভিনেতার কাণ্ড ফাঁস করলেন পরিচালক অনিল শর্মা। ১৯৯২ সালে ‘তাহলকা’ ছবির কথা আরও একবার মনে করালেন পরিচালক অনিল শর্মা।
হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ বিকিনি পরেছিলেন। তবে শুধু নাসিরুদ্দিন শাহই নন, বিকিনি পরেছিলেন আরও দুই অভিনেতা, আর এঁরা হলেন জাভেদ জাফরি ও আদিত্য পাঞ্চোলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো প্রসঙ্গই টেনে আনেন অনিল শর্মা। বলেন, নাসিরুদ্দিন শাহ বিকিনি তে! মানুষ তো হতবাক। জাভেদ জাফেরি, আদিত্য পাঞ্চোলি বিকিনিতে, মানুষ দেখে পাগল হয়ে গেল। লোকেরা এখনও আমাকে জিজ্ঞাসা করেন আপনি কীভাবে নাসিরুদ্দিন শাহকে বিকিনি পরতে রাজি করিয়েছিলেন!'