পারলেন সানি পারলেন। অবশেষে একসময়ের প্রতিদ্বন্দ্বী শাহরুখকে কিছুটা হলেও হারিয়ে দিলেন সানি দেওল। হ্যাঁ, ঠিকই শুনছেন। অবশেষে 'গদর-২'র কাছে হার মানল শাহরুখের ‘পাঠান’। চোখ কপালে উঠলেও ঘটনাটি সত্যি। ভারতীয় বক্স অফিসে ৫২৪ কোটি টাকা আয় করে ফেলেছে Gadar-2। এই মুহূর্তে 'গদর-২'-ই হল ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ছবি।
চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল শাহরুখের অ্যাকশন ফিল্ম 'পাঠান'। এই মাসের গোড়া পর্যন্ত এটাই ছিল ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ছবি। তবে সেই রেকর্ড সানির গদর-২ এতদিনে ভেঙে দিয়েছে বলেই জানিয়েছেন ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি টুইটারে লিখেছেন, 'গদর ২ ভারতে পাঠানের হিন্দি সংস্করণ [৫২৪.৫৩ কোটি] শেষপর্যন্ত যে ব্যবসা করেছে… সেই রেকর্ড ভেঙে দিয়েছে গদর ২। এখন গদর-২ ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি।
আরও পড়ুন-রক্তাক্ত, বিধ্বংসী চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!
আরও পড়ুন-‘বিক্রম রাঠোর’ সেজে স্বল্প বাজেটে 'জওয়ান' শ্যুট করে ফেললেন ইউটিউবার, দেখে কী বললেন শাহরুখ?
আরও পড়ুন-ঐতিহ্য মেনে আমি আমার সদ্যোজাত সন্তানকে মধু খাওয়াই নি, বলতেই ট্রোলের মুখে সোনম, কী বলছেন চিকিৎসকরা?