'মিউজিক অফ দ্যা স্ফিয়ারস' ট্যুরে এদেশে এসেছিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। এখানে মোট ৫টি কনসার্ট ছিল তাঁদের। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল কোল্ডপ্লে-র শেষ কনসার্ট। আর ওইদিনই সবথেকে বড় কনসার্টের ইতিহাস গড়েছেন ক্রিস মার্টিন ও তাঁর ব্যান্ড। ১.৩৫ লক্ষ অনুরাগী হাজির হয়েছিলেন তাঁদের কনসার্টে। অনুষ্ঠানের নানান মুহূর্ত উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু একী! সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটা ভিডিয়োতে কোল্ডপ্লে-র কনসার্টে হাতাহাতিতে জড়িয়ে পড়তেও দেখা যাচ্ছে অনুরাগীদের। দেখা যাচ্ছে ক্রিস মার্টিন যখন মঞ্চে 'ভিভা লা ভিদা' গানটি পরিবেশন করছেন, তখন ওই দুই ব্যক্তি একে অপরকে কিল, ঘুষি চড়-থাপ্পড় মারছেন এই দুজনের মধ্যে একজন মধ্য বয়স্ক পুরুষ, অপরজন অল্পবয়সী যুবক। বয়স্ক ব্যক্তিটিকে যুবকের হাতে কামড়ে দিতেও দেখা যায়! তাঁদের মধ্যে হাতাহাতি যখন চরমে ওঠে, তখন দুই মহিলা ও সামনে দাঁড়িয়ে থাকা আরও একজন তাঁদের থামাতে উদ্যত হন।
কোল্ডপ্লে ট্যুর- নামে একটা ফ্যান পেজের X হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, 'কনসার্টটি (কোল্ডপ্লে হোক বা অন্য কোনও শিল্পী) আনন্দ, মজা, সামাজিকীকরণ এবং বন্ধুত্বের মুহূর্ত হওয়া উচিত। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে সমস্ত মূল্যবোধ বিসর্জন দিয়েছেন। এধরনের শ্রোতারা বিষাক্ত, বিপজ্জনক, এগুলি তাঁদের থেকে শিল্পীদের থেকে দূরে সরে যেতে বাধ্য করে। দুর্ভাগ্যবশত এটা আমাদের ব্যান্ডের জন্য মোটেও ভালো প্রচার নয় এবং সর্বোপরি এই দাগ চিরকাল থাকবে। যেকোনো আলোচনা অনুমোদিত কিন্তু হিংসা নয়। আমরা কোল্ডপ্লে ট্যুর টিমের সদস্যরা (সকলকে মনে করিয়ে দিচ্ছি যে আমরা coldplay-এর কোনও অফিসিয়াল পেজ নই। এটা একটা প্যান পেজ। তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আশাকরী এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।