উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, সেখানেই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে গিয়েছিলেনে প্রাক্তন অভিনেত্রী, বিজেপি সাংসদ হেমা মালিনী। সালোয়ার কামিজের সঙ্গে গায়ে গেরুয়া ওড়না জড়িয়ে নিয়ে স্নানে নামতে দেখা যায় হেমাকে। আর ঠিক তখনই সেখানে পুণ্যস্নানে নেমেছিলেন বাবা রামদেব। তাঁর স্নানের ভঙ্গী দেখে হেসে ফেলেন হেমা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়েছে।
ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে বাবা রামদেবকে স্নানের জন্য ডুব দিতে দেখা যাচ্ছে। আর তাঁর ঠিক পিছনেই তখন দাঁড়িয়েছিলেন হেমা মালিনী সহ আরও অন্যান্য সাধু-সন্তরা। যোগগুরু জলে ডুব দেওয়ার পর সজোরে মাথা নেড়ে তাঁর লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। আর তাতেই রামদেবের চুলের ঝাপটা গিয়ে লাগে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুর মুখে। এমন কাণ্ডে হেসে ফেলেন সকলে, হাসি চাপতে পারেননি হেমাও। তাঁকে রামদেবের উদ্দেশ্যে হাতের ইশারায় কিছু একটা বলতেও দেখা যাচ্ছে।
এদিকে পুন্যস্নানের সময় রামদেবকে হাতে জল নিয়ে মন্ত্রপাঠ করতেও দেখা যায়। যোগগুরু ও বাকিদের স্নানের চোটে হেমা ঠিক স্বচ্ছন্দ্যে স্নান করতেও পারছিলেন না। ANI-এর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি উঠে এসেছে। যেটি দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরাও।
এদিকে মৌনী আমাবস্যায় পুণ্যস্নানের সুযোগ পেয়ে আপ্লুত হেমা মালিনী। তিনি বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এটা আমার কাছে সৌভাগ্য। এখানে কোটি কোটি মানুষ স্নানের জন্য জমায়েত করেছেন। আর আমি তাঁদের সফরসঙ্গী হয়ে পুণ্যস্নান করতে পেরেছি।' এদিন মথুরার সাংসদের সঙ্গে ছিলেন যোগগুরু বাবা রামদেব ছাড়াও ছিলেন জুনা আখড়ার প্রধান স্বামী অবধেশানন্দ গিরি এবং অন্যান্য সাধুরা। ১৩ জানুয়ারি শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত সেখানে প্রায় ১০ কোটি মানুষের সমাবেশ হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে এই পুণ্যস্নানের মাঝেই মহাকুম্ভে ঘটে গিয়েছে পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশ সরকারের তরফে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সরকারিভাবে না জানানো না হলেও, বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ১৪টি দেহ স্থানীয় স্বরূপ রানি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এছাড়া পদপিষ্ট হয়ে প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়ে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভক্তদের 'সঙ্গম নাক'-এর দিকে না গিয়ে নিকটবর্তী গঙ্গার ঘাটে স্নান করার আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বান দয়া করে প্রশাসনের নির্দেশনা মেনে সহযোগিতা করুন। সঙ্গমের সমস্ত ঘাটে লোকেরা শান্তিতে স্নান করছে। কোনও গুজবে কান দেবেন না।'