বলিউডে বর্তমানে ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে তুমুল বিতর্ক চলছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবিটিতে কাজের জন্য ৮ ঘণ্টা শুটিংয়ের শর্ত রেখেছিলেন বলে খবর। আর তা মেনে নেওয়া না হলে, সেই কাজ ছেড়ে দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়। তারপর থেকেই বিতর্কের শুরু। দীপিকার এই দাবি নিয়ে অখুশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তা স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই। এমনকী, দীপিকার জায়গায় স্পিরিট সিনেমায় নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে।এবার পরিচালক ফারাহ খানও ৮ ঘণ্টার বেশি সময় কাজ করার বিষয়টিকে সমর্থন করেছেন। সম্প্রতি ফারাহ খান তাঁর ইউটিউব ভ্লগে অভিনেত্রী রাধিকা মদনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কথোপকথনের সময়, রাধিকা তাঁর প্রথম অডিশনের অভিজ্ঞতা এবং কীভাবে তিনি তার প্রথম শো 'মেরি আশিকি তুমসে হি' পেয়েছিলেন তা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেন, 'ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে নিজেকে খুব নিরাপদ মনে হচ্ছিল। আমি আগে কখনও এরকম অনুভব করিনি। ভেবেছিলাম কাজটা করব না, কিন্তু লুক টেস্ট শুরু হয়েছে তিন দিনে, শুটিং শুরু হয়েছে দু'দিনে। এর উত্তরে ফারাহ খান টিটকিরির সুরে বলেন, '৮ ঘণ্টার শিফট হত না তখন তাই না?' ফারাহ উত্তর দিলেন, ‘এভাবেই সোনা তৈরি হয়’। ফারাহর এই মন্তব্যের সঙ্গে দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবির যোগসূত্র পাওয়া যাচ্ছে। বলে রাখা ভালো, দীপিকার ঘনিষ্ঠ হিসেবেই ধরা হত একদিন ফারহাকে। হঠাৎ এমন মন্তব্য, লোকের মনে প্রশ্ন, তাহলে কি কাটল সম্পর্কের তাল?