আজ ৮ অক্টোবর, বলিউডের ‘ফার্স্ট লেডি’র জন্মদিন। হ্য়াঁ, ঠিকই বুঝেছেন। বলিউডের কিং শাহরুখ খান পত্নী গৌরী খানের কথাই বলছিলাম। যদিও শাহরুখ পত্নী হিসাবে নয়, নিজেরও একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন গৌরী। ডিজাইনার হিসাবে তিনি বি-টাউনে যথেষ্ট পরিচিত। নিজে আলাদা ডিজাইনিং কোম্পানি ও ব্র্যান্ডও রয়েছে গৌরীর। তবু তিনি বলিউডের 'ফার্স্ট লেডি' তিনি। আর আজ তাঁরই জন্মদিন।
আজ গৌরী খানের জন্মদিনে তাঁর কিছু অদেখা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কাছের বন্ধু ফারহা খান। ফারহা লিখেছেন, ‘শুভ জন্মদিন গৌরীখান। আমি ভালোবাসি যে আমাদের অনায়াসে বন্ধুত্ব হয়েছে, আমাদের একে অপরের অলসতার জন্য পুরোপুরি খাপ খায়। বলাই বাহুল্য .. আই লাভ ইউ।’ ফারহা খান নিজের এই পোস্টের সঙ্গে তিনটি ছবি দিয়েছেন। প্রথম ছবিতে গৌরী একটা সোফায় বসে রয়েছেন, আর ফারহা উপর থেকে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। দ্বিতীয় ছবিতে কোনও এক পার্টিতে অফ শোল্ডার কালো ড্রেসে দেখা যাচ্ছে গৌরীকে। তাঁর সঙ্গে রয়েছেন ফারহা। আর তৃতীয় ছবিতে কোনও এক উঁচু বিল্ডিংয়ের দিতে তাকিয়ে রয়েছেন গৌরী।
আরও পড়ুন-নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা সারেগামাপা খ্যাত সঞ্চিতার