মহাকুম্ভে এসেছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকেই ভাইরাল হন মধ্যপ্রদেশের মোনালিসা। তারপরই তিনি হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেনসেশন, পৌঁছে গিয়েছেন বলিউডেও। এদিনে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোনালিসার নতুন বেশকিছু ভিডিয়ো। যেখানে লাল রঙের স্বল্প বসনায় আশা ভোঁসলের জনপ্রিয় গানে নাচতে দেখা যাচ্ছে।
মোনালিসার এই ভিডিয়ো ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স-এর মতো প্ল্যার্টফর্মে ছড়িয়ে পড়েছে। যার একটিতে তাঁকে যেমন নাচতে দেখা যাচ্ছে, অন্যটিতে পাপারাৎজির উদ্দেশ্যে পোজ দিতে দেখা যাচ্ছে মোনালিসাকে। এখন প্রশ্ন, সত্যিই কি ভিডিয়োগুলি মহাকুম্ভে সেই ভাইরাল মোনালিসার?
আজ্ঞে নাহ। ভাইরাল মোনালিসার এই ভিডিয়োগুলি সমস্তই নকল। অর্থাৎ যাঁকে বলে কিনা ডিপফেক ভিডিয়ো। কোনওটাই আসল নয়। কিন্তু ভাবছেন কীভাবে বুঝবেন এগুলি নকল না আসল?
একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন, গানের সঙ্গে মোনালিসার নড়াচড়া, মুখভঙ্গি বিশেষ স্বাভাবিক নয়। বোঝাই যাচ্ছে, সেখানে মোনালিসার মুখ কেটে বসানো হয়েছে। ভিডিয়োটির মেয়ের গায়ের রং-এর সঙ্গে মোনালিসার গায়ের রং-এরও কোনও মিল নেই। এমনই ছোট ছোট বহু অসামঞ্জস্য রয়েছে। খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিয়োটাই বানানো, ভুয়ো। এছাড়াও ভিডিয়ো যে অ্যাকাউন্ট থেকে মূলত পোস্ট করা হয়েছে, সেটির ক্যাপশান ও বর্ণনা পড়লেই পুরো বিষয়টি বুঝতে পারবেন আসল সত্যি।
আরও পড়ুন-জুনেদ-খুশির 'লাভিয়াপা' নাকি হিমেশের ‘ব্যাডঅ্যাস রবিকুমার’, বক্স অফিসে দুই ছবির হাল কী?