তাঁর কাছে গান শিখে গতবছর সারেগামাপা (হিন্দি) ট্রফি জিতেছিলেন অ্যালবার্ট কাবো। তবে জয়ের থেকে এক পা দূরে শেষ করলেন দুর্গাপুরের মেয়ে শুভশ্রী দেবনাথ। শনিবার সারেগামাপা গ্র্যান্ড ফিনালে-তে দ্বিতীয়স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ট্রফি ছিনিয়ে নিয়েছে আগ্রার শ্রদ্ধা মিশ্র। তবে অনেকের মতেই শুভশ্রী এই সিজনের ট্রফির যোগ্য দাবিদার ছিলেন। জি বাংলা সারেগামাপা পরিবারের অংশ শুভশ্রী। মুম্বইতে কেমন ছিল তাঁর সফর? ফিনালে পর্ব মিটতে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক্সক্লুসিভ আড্ডা দিলেন শুভশ্রী।
সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হওয়ার আফসোস রয়েছে? রেজাল্ট নিয়ে কী বলবেন?
শুভশ্রী: (হাসি) আমি খুশি, পরিবারও সন্তুষ্ট। নিঃসন্দেহে সকলে চেয়েছিল আমি ফার্স্ট হই। আমিও চেয়েছিলাম। কিন্তু গোটা দেশ থেকে বাছাই করা যে গায়ক-গায়িকারা টপ ১২-এ আসে সকলেই দুর্দান্ত। আমি মনে করি আরও কিছু ভালো অপেক্ষা করছে, এটা আমার বিশ্বাস।
শ্রদ্ধার জয় নিয়ে কী বলবেন? অনেকেই বলছে আপনি যোগ্য় উইনার। ফেয়ার জাজমেন্ট হয়েছে?
শুভশ্রী: সকলে পরিশ্রম করেছে। শ্রদ্ধাকে অনেক অভিনন্দন। বাকি এই জয় ফেয়ার না আনফেয়ার, এইগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না। আমার সেটাই মনে করি।
আপনি তো গুরু রন্ধাওয়ার টিমে ছিলেন। কী কী শিখলেন? মেন্টরকে নিয়ে কী বলবেন?
শুভশ্রী: গুরু স্যার আমাকে একটা ওজি (অরিজিন্যাল গান) গাইয়েছেন ইতিমধ্যেই। গানটার রেসপন্স খুব ভালো, বাকিদের তুলানা। আরও দুটো অরিজিন্যাল গানের অফার রয়েছে। গুরু স্যারের গানটা খুব সুন্দর, উনি সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করেছি। গুরু স্যার তো আমাকে টিমের স্তম্ভ বলেছেন শুরু থেকেই। সবসময়ই আমাকে উনি ভালোবাসা দিয়েছেন, এমন মেন্টর পাওয়া ভাগ্যের। স্যার এতো ভালোবাসতেন… বলতেন, আমিও তোমার থেকে শিখি। ভালো মানুষ না হলে এই কথাগুলো বলা যায় না।
এর পরের সফরটা কীভাবে দেখছেন, বলিউডে প্লে-ব্যাকের ইচ্ছে রয়েছে?
আমাকে সচিন-জিগর স্যার দুজনেই বলেছেন গান গাওয়াবেন। সচেত-পরম্পরা ম্যাম সবসময়ই বলেছেন আমার গলা প্লে-ব্যাকের জন্য উপযুক্ত। ওঁনারাও বলেছেন ভবিষ্যতে কাজ হবে। পার্সোনালি কথা হয়েছে যখন বলেছেন, খুব শিগগির স্টুডিও-তে দেখা হবে। সেটা বলেছেন। সচিন-যিগর স্যার তো স্টেজেই বলেছেন কাজের কথা। আমার কাছে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। সুভাষ ঘাইজি, নানা পাটকর স্যার, অনু মালিক স্যার, শানুদা (কুমার শানু) সকলেই এসে আমাকে আর্শীবাদ করেছেন। আমি চাই গান গাইতে।
আরও পড়ুন-: সারেগামাপা-র মঞ্চে আংটি বদল সারলেন বাংলার মেয়ে শুভশ্রী! সামনেই বিয়ে, পাত্র কে?