সম্প্রতি ইকুয়েডরে আবিষ্কার করা হয়েছে একটি বিরল প্রজাতির ব্যাঙ। এই ব্যাঙটি আবিষ্কারের পর যাতে এর অস্তিত্ব সংকটে না পড়ে, তাই হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর নামে রাখা হল এই প্রাণটির নাম।
আবিষ্কৃত এই ব্যাঙটির নাম রাখা হয়েছে ফিলোনাস্টেস ডি ক্যাপ্রিওই। ( Phyllonastes Dicaprioi) এই বিরল প্রজাতির প্রাণীটি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অফ কুইটো (ইউএসএফকিউ), ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োডাইভারসিটি এবং ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি।
আরও পড়ুন: 'এস এস রাজামৌলির সিনেমায় যুক্তি নেই…', কেন এমন দাবি করলেন করণ
আরও পড়ুন: প্রয়াত 'কাছে আসার পর' খ্যাত শাহবাজ সানি! শোকপ্রকাশ করে দুঃসংবাদ দিলেন অপূর্ব, কী হয়েছিল?
ইউএসএফকিউ সম্প্রতি একটি বিবৃতি জারি করে বলেছে, ইকুয়েডরের এল ওরো প্রদেশের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে এই নতুন বিরল প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া গেছে। বাদামি রঙের এই ব্যাঙটির সারা শরীর কালো কালো দাগে ভর্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩০০ থেকে ১,৭০০ মিটার ওপরে থাকে এই উভচর প্রাণীটি।
কেন রাখা হল হলিউডের এই অভিনেতার নামে নাম?
হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও A তালিকা বিশিষ্ট সেলিব্রিটি, যিনি পরিবেশগত বিভিন্ন পদক্ষেপে গভীরভাবে যুক্ত রয়েছেন। শুধু তাই নয়, ১৯৯৮ সালে পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন বাড়াতে তিনি প্রতিষ্ঠা করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন।
ব্যাঙটির নাম অভিনেতার নামে নামাঙ্কিত করার অন্যতম আরও একটি কারণ হল অভিনেতার প্রচেষ্টায় ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কে একটি বিতর্কিত তেল ড্রিলিং প্রকল্পকে বন্ধ করার প্রচেষ্টায় যুক্ত ছিলেন অভিনেতা।
তবে এই প্রথমবার নয়, ২০২৪ সালে হিমালয় আবিষ্কৃত একটি নতুন প্রজাতির সাপের নামও রাখা হয়েছিল অভিনেতার নামে। মধ্য নেপাল থেকে হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যে পাওয়া গিয়েছিল এই সাপটি। লকডাউনের সময় বীরেন্দ্র ভরদ্বাজ নামের এক ব্যক্তির উঠোন থেকে এই সাপটি আবিষ্কার করা হয়। সাপটির নাম রাখা হয়েছিল Anguiculus Dicaprioi
লিওনার্দোর আগে আর এক হলিউড অভিনেতার নামে রাখা হয়েছিল এক বিরল প্রজাতি সাপের নাম। হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ডের নাম অনুসারে আবিষ্কৃত সাপের প্রজাতির নাম রাখা হয়েছিল ট্যাকিমেনোয়েডস হ্যারিসনফোর্ডি।