গানের জগতে এখন পরিচিত নাম দুর্নিবার সাহা। শুরুটা হয়েছিল সারেগামাপা-র হাত ধরেই। তারপর একের পর এক বাংলা ছবিতে প্লেব্যাক করার সুযোগ পাওয়ায় জনপ্রিয়তা এসেছে লাফিয়ে। বউ, গায়িকা মীনাক্ষি মুখার্জিকে নিয়ে দিদি নম্বর ১-এ এসেছিলেন তিনি। আর সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক গুরতর অভিযোগ জানান মীনাক্ষি। যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে।
শীতের দিনে অনেকেই আছেন যাঁরা এক-দু'দিন স্নানটা স্কিপ করে যান। তবে দুর্নিবারের রেকর্ডের ধারেকাছে পৌঁছনোর ক্ষমতা আপনার নেই। মীনাক্ষির কথা থেকেই জানা যায়, শীতকালে ১ মাস, আর গরম কালে ১ সপ্তাহ স্নান না করে থাকা কোনোও ব্যাপারই না দুর্নিবারের কাছে। আরামসে তিনি ডিওডোরেন্ট মেখে কাটিয়ে দিতে পারেন দুর্নিবার সাহা।
এই কথা শুনে প্রথম তো হেসে খুন হন রচনা। তারপর মজার ছলেই বলেন, ‘এরপর মহিলা ভক্তরা কাছে আসবে না’! আর তাতে গায়কের সহাস্য জবাব, ‘সেলফি তুলতে না আসলে বেচে যাই’। প্রসঙ্গত, শো-তে একসাথে পারফর্মও করেন দুর্নিবার আর মীনাক্ষি। আরও পড়ুন: ‘যখনই প্রেম করতে যাই তার একটা বউ থাকে’, দিদি নম্বর ১-এ বিয়ে না করা নিয়ে সাবিত্রী