বাংলা নিউজ > বায়োস্কোপ > India-South Africa Match: হাতে ফোনের টর্চ, গলায় বন্দে মাতরম, ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেন ভাসল রহমানের সুরে
পরবর্তী খবর
India-South Africa Match: হাতে ফোনের টর্চ, গলায় বন্দে মাতরম, ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেন ভাসল রহমানের সুরে
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 02:25 PM ISTSubhasmita Kanji
India-South Africa ICC World Cup Match: রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ ছিল। আর সেদিন আরও একবার গোটা দেশ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল। গোটা স্টেডিয়ামে একসঙ্গে গেয়ে উঠেছিল বন্দে মাতরম।
ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেন ভাসল রহমানের সুরে
রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ ছিল। আর বলাই বাহুল্য, আগের দিনে শ্রীলঙ্কার মতো এদিনও দক্ষিণ আফ্রিকাকে বিপুল ব্যবধানে হারায় ভারত। এমনিতেই এদিন ফেভরিট হয়েই খেলতে নেমেছিল রোহিত শর্মার টিম। আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু একটি মুহূর্তে সেটি যেন আকাশ ছুঁয়ে ফেলেছিল। গোটা স্টেডিয়ামে একসঙ্গে ‘মা তুঝে সালাম’ গানটি গেয়ে ওঠে।
ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে মা তুঝে সালাম গান
আজকাল হামেশাই আইসিসি ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ম্যাচের টুকরো ক্লিপস ভাইরাল হয়ে যাচ্ছে। এদিনও তেমন একটি বিশেষ মুহূর্তের ক্লিপ ভাইরাল হয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে যখন উন্মাদনা তুঙ্গে তখন ডিজেকে এ আর রহমানের ‘বন্দে মাতরম’ অর্থাৎ ‘মা তুঝে সালাম’ গানটি বাজাতে দেখা যায়। তখন তাতে যোগ দেয় গোটা স্টেডিয়াম। উপস্থিত সকল দর্শকরা তাঁদের ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ফেলেন। একই সঙ্গে গেয়ে ওঠেন ‘মা তুঝে সালাম’।
এই ভিডিয়ো একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একজন লেখেন, 'গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।' আরেকজন লেখেন, 'এই মুহূর্তটা। আহা, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। স্টেডিয়ামের মধ্যে ৬৭০০০ মানুষ একসঙ্গে চেঁচিয়ে বন্দে মাতরম গাইছে। কী অনন্য দৃশ্য।' এই বিষয়ে বলে রাখা ভালো এদিন যখন এই গানটি বাজানো হচ্ছিল তখন ইডেন গার্ডেনসে লেজার লাইটিং দেখা যায়।