দশমীতে মা জলে যায়। তার আগে সিঁদুর খেলে মা'কে বরণ করেন বিবাহিত রমনীরা। মূলত স্ত্রী আচার এটি। দশমীর শেষ লগ্নে মা'কে জল-মিষ্টি খাইয়ে বরণ করেন তাঁরা। এরপরই চলে সিঁদুর খেলার পালা। তবে এ বছরের বিজয় দশমী নিজের মতো করে পালন করলেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। দুর্গাবাড়িতে নজরে এল এক অন্য রকম ছবি।দুর্গাবাড়িতে স্ত্রী-আচারে সামিল হলেন অভিনেতা সুজয়প্রসাদ। সাদা পাঞ্জাবি পরে, হাতে বরণ ডালা নিয়ে মণ্ডপে দেখা যায় অভিনেতাকে। মা'য়ের গালে সিঁদুর পরিয়ে, পান পাতায় বরণ করলেন তিনি। গোটা ঘটনাটা লেন্সবন্দি করলেন মিউজিশিয়ান মধুবন্তী বসু। শেষবেলায় আবেগে ভাসলেন অভিনেতা। বাকি সকলের মতো মা'য়ের বিদায় বেলায় চোখ ভিজেছিল তাঁর। সামাজিক মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন তিনি। সমস্ত কটাক্ষকে দূরে সরিয়ে মা'য়ের বিদায় বেলা নিজের মতো করে উদযাপন করলেন অভিনেতা। বিকৃতি না উত্তরণ এসব অবশ্য নেটিজেনের উপরই ছেড়ে দিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, ভালবাসার বহিঃপ্রকাশ কোনও লিঙ্গভেদে হয়, তা কখনই মনে করেন না তিনি। যা করেছেন সম্পূর্ণ মন থেকে করেছেন বলে জানান।