কলকাতায় এসে শহরবাসীর 'দিল' জিতে নিয়েছেন গায়ক দিলজিৎ। তাঁর পারফরম্যান্সের থেকেও বেশি ব্যবহারে মুগ্ধ কলকাতাবাসী। শনিবার কলকাতায় কনসার্টের আগে কখনও তিনি হলুদ ট্যাক্সিতে চড়ে গঙ্গাপাড়ে ভ্রমণ করেছেন, কখনও আবার আশীর্বাদ নিতে ছুটে গিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে। আবার কলকাতার স্মৃতির গলিতে হেঁটে দিলজিৎ পৌঁছে গিয়েছিলেন কলেজস্ট্রিটের কফিহাউসে।
নাহ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, তবে স্মৃতিরা এখনও একই রকম সাজানো গোছানেই রয়ে গিয়েছে। দেওয়ালে টাঙানো জীবনানন্দর ছবিকে সাক্ষী রেখে টেবিলে বসে ঐতিহ্যবাহী কফির কাপে চুমুক দিলেন দিলজিৎ। জানালার দিকে তাকিয়ে হাতড়ে বেড়ালেন এই শহরের স্মৃতিপট।
দিলজিৎ দোসাঞ্জের সোশ্যাল মিডিয়া অ্য়কাউন্টে পোস্ট করা হয়েছে তাঁর আইকনিক ইন্ডিয়ান কফি হাউস পরিদর্শনের ভিডিয়ো। যেখানে কয়েক দশকের পুরনো সেই জায়গাটির ভিতরে যাওয়ার জন্য তাঁকে সিঁড়ি বেয়ে উঠে যেতে দেখা যাচ্ছে। জানালার পাশে বসে এক কাপ গরম দুধ কফির অর্ডার দিয়ে ওয়েটারকে হাতজোর করে ধন্যবাদ জানাতেও দেখা যায় তাঁকে। তাঁর এই নমনীয় মনোভাব, ব্যবহারই মন কেড়েছে শহরবাসীর। এদিন দিলজিৎকে দেখতে কফি হাউসেও ভিড় করেছিলেন বহু মানুষ।
আরও পড়ুন-ছোট্ট রাহাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে হাজির, টিম জিততেই মেয়েকে নিয়ে মাঠে নামলেন রণবীর-আলিয়া