নাম দিলজিৎ দোসাঞ্জ, 'বিবা মুন্ডা' নামেই তাঁকে চেনেন অনুরাগীরা। এদিকে গায়ক হিসাবে দিলজিৎ জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবনকে গোপনই রাখতে পছন্দ করেন দিলজিৎ। এদিকে এরই মাঝে সম্প্রতি চর্চায় উঠে এসেছে গায়কের ব্যক্তিগত জীবন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, দিলজিৎ একজন ইন্দো-আমেরিকান মহিলাকে বিয়ে করেছেন এবং তাঁদের এক ছেলেও রয়েছে।
এদিকে বিয়ের গুজবের মাঝেই একজন অচেনা মহিলার সঙ্গে দিলজিৎ-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, তিনিই নাকি দিলজিৎ-এর স্ত্রী। ছবিতে দিলজিৎ-এর সঙ্গে নীল রঙের পোশাকে দেখা গিয়েছে ওই মহিলাকে। ইতিমধ্যেই দিলজিৎ-এর স্ত্রী দাবি করে ওই মহিলার ছবি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। অবশেষে মুখ খুললেন সেই রহস্যময়ী মহিলা।
ওই মহিলার দাবি, ‘আমি দিলজিৎ দোসাঞ্জের স্ত্রী নই, আমি সন্দীপ কৌর নই। কিছুদিন আগে আমি মডেল হিসাহে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে মুখতিয়ার চাড্ডা নামে একটা ছবির শুনশান গানে মিউজিক ভিডিয়ো শ্যুট করি। তারপর থেকে আমার কোনও না কোনও বন্ধু-বান্ধব, আত্মীয়রা আমায় সচেতন করেন, যে আমাকে নেটদুনিয়ায় দিলজিৎ দোসাঞ্জের স্ত্রী বলে দাবি করে হচ্ছে। কিছুক্ষেত্রে বিদ্বেষপূর্ণ কিছু পোস্টও করা হচ্ছে। আমি জানি না, এটা কীভাবে হল। এভাবে নিজের ছবি দেখে আমি হেসেছিলাম। কখনওই মনে হয়নি, ছবিটা এভাবে ভাইরাল হবে। বহু টিকটক, ইনস্টাগ্রাম পোস্টেও এই ছবি ব্যবহার করা হচ্ছে। সকলের কাছে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই আমি সন্দীপ কৌর নই।’