বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: অভিনেতা থেকে সোজা অসুর! দিদির মঞ্চে এসে দীপাঞ্জন কেন বললেন 'পরেরবার সোজা প্যান্ডেলে…'
পরবর্তী খবর
Didi No 1: অভিনেতা থেকে সোজা অসুর! দিদির মঞ্চে এসে দীপাঞ্জন কেন বললেন 'পরেরবার সোজা প্যান্ডেলে…'
1 মিনিটে পড়ুন Updated: 24 Oct 2023, 05:36 PM ISTSubhasmita Kanji
Didi No 1: দিদি নম্বর ১ এ খেলতে এলেন মহিষাসুর! উমার বিদায়বেলায় রচনার মঞ্চে দাড়ি গোঁফ লাগিয়ে যিনি হাজির হলেন তাঁকে চিনতে পারলেন কি?
অভিনেতা থেকে সোজা অসুর!
দিদি নম্বর ১ এও এখন লেগেছে পুজোর ছোঁয়া। এখানে সাধারণ মানুষ থেকে সেলেবরা এসে অংশ নিচ্ছেন পুজোর বিশেষ পর্বে। এদিন টলিউডের একাধিক পরিচিত মুখকে দেখা গেল রচনার সঙ্গে দিদি নম্বর ১ খেলতে। এঁদের মধ্যে নবাব নন্দিনী ধারাবাহিক খ্যাত ইন্দ্রানী পালের সঙ্গে খেলতে দেখা গেল খোদ মহিষাসুরকে। হ্যাঁ, মণ্ডপে দেবী দুর্গাকে ছেড়ে সে সোজা দিদি নম্বর ১ এর মঞ্চে হাজির হয়েছে। কিন্তু কে তিনি চিনতে পারলেন কী?
দিদি নম্বর ১ এর মঞ্চে মহিষাসুর
এদিন দিদি নম্বর ১ এ দিদিদের সঙ্গে ছিলেন গব্বর সিং, মহিষাসুর এবং ঠাকুর। এঁদের মধ্যে মহিষাসুর সেজেছিলেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য। তিনি এদিন নবাব নন্দিনী খ্যাত অভিনেত্রী ইন্দ্রানী পালের সঙ্গে খেলতে এসেছিলেন। তিনি আসতেই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে মশকরা শুরু করেন। উত্তর দিয়ে দীপাঞ্জন বলেন, 'সামনের বছর থেকে মনে হয় সোজা প্যান্ডেলে ডাক পাব।'
তিনি আরও জানান তাঁর স্ত্রী (অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য) নাকি তাঁর এই সাজ দেখে মজা করেছেন। দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্যর কথায়, 'আমি বাড়িতেও যা এখানেও তাই।' সেই কথা শুনে হোহো করে হেসে উঠে রচনা বলেন 'তার মানে তুমি বাড়িতেও বধ হও, এখানেও হবে!' সঞ্চালিকার কথা সকলেই হেসে ফেলেন।