অভিনেত্রী পুনম ধিলোঁর বাড়িতে দুঃসাহসিক চুরি! ঘর রং করতে এসে এক রংমিস্ত্রী হাতিয়ে নিল এক লক্ষ টাকা মূল্যের হিরের দুল, নগদ ৩৫,০০০ টাকা এবং ৫০০ মার্কিন ডলার! ৩৭ বছর বয়সী অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্ত সমীর আনসারিকে খার এলাকায় অভিনেত্রীর ফ্ল্যাট রঙ করার বরাত দেওয়া হয়েছিল। আরও পড়ুন-হল না শেষ! বুধবার থেকে ফের চালু পুবের ময়নার শ্যুটিং, কী কারণে? ফাঁস করলেন গৌরব
পুনম ধিলোঁর বাড়িতে চুরি
২০২৪ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারির মধ্যে এই কাজ করার জন্য অভিযুক্তকে নিয়োগ করা হয়েছিল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি খোলা আলমারি থেকে জিনিসপত্র চুরি করেছিল সমীর। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত পুলিশের জালে
ওই ফ্ল্যাটে রং করা দলের অন্য সদস্যদের পার্টি দিতে চুরি করা টাকার মধ্যে থেকে ৯ হাজার টাকা খরচ করে অভিযুক্ত। নগদ ২৫ হাজার টাকা, ৫০০ মার্কিন ডলার ও হিরের কানের দুলটি উদ্ধার করেছে পুলিশ। গত ৫ জানুয়ারি পুনমের ছেলে আনমোল দুবাই থেকে ফেরার পর তাঁর ম্যানেজার সন্দেশ চৌধুরি পুলিশে চুরির অভিযোগ দায়ের করেন।
চুরি সম্পর্কে
বেশিরভাগ সময় অভিনেত্রী জুহুর বাড়িতে থাকেন, তাঁর ছেলে কখনও কখনও খারের ফ্ল্যাটে থাকেন। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি তদন্ত চলছে।
পুনম সম্পর্কে
শ্রদ্ধা কাপুরের মাসি,পুনম ধিলোঁকে এখন আর রুপোলি পর্দায় দেখা না গেলেও, একটা সময় বলিউডের পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী। ১৯৭৯ সালের ছবি নুরির জন্য সর্বাধিক পরিচিত তিনি। তার অভিনীত কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে রেড রোজ (১৯৮০), দর্দ (১৯৮১), রোম্যান্স (১৯৮৩), সোনি মহিওয়াল (১৯৮৪), তেরি মেহেরবানিয়ান (১৯৮৫), সমুদ্র (১৯৮৬), সাভেরায়ওয়ালি গাড়ি (১৯৮৬), কর্ম (১৯৮৬), নাম (১৯৮৬) এবং মালামাল (১৯৮৮)। ২০০৯ সালে বিগ বস-এ অংশ নিয়েছিলেন তিনি।
তিনি কিটি পার্টি (২০০২-২০০৪), এক নয় পেহচান (২০১৩-২০১৪), দিল হি তো হ্যায় (২০১৮) এবং দিল বেকারার (২০২১) সহ বেশ কয়েকটি ধারাবাহিক এবং ওয়েব সিরিজেরও অংশ ছিলেন। গত বছর সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (সিআইএনটিএএ) সভাপতি হন পুনম।