সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবহ পোস্ট করেন দেবলীনা কুমার। থুড়ি একটি মিম শেয়ার করেন। পরে সেটা আবার মুছেও দেন। কিন্তু কী লেখা ছিল সেই পোস্টে?
আরও পড়ুন : 'চিন্তা, মানসিক উত্তেজনা ...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
আরও পড়ুন : 'আমায় ছেঁটে ফেলুন, বাদ দিয়ে দিন, আর পারছি না …' ইমনের যাচ্ছে কাতর আবেদন বয়স্ক টিম সদস্যের! কী ঘটেছে?
কী ঘটেছে?
এদিন একটি মিম শেয়ার করেন দেবলীনা কুমার। সেখানে লেখা ছিল, ‘একজন সাধারণ মহিলার জন্য বড়লোক স্বামী এবং সুপুরুষ প্রেমিক হলেই যথেষ্ট। তার থেকে বেশি কিছু হলে সেটাকে প্রতারণা বলে...’ কিন্তু এদিন এই পোস্টটি করেই অভিনেত্রী ডিলিট করে দেন। আর সেটা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এবার এই জল্পনার বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন : মায়ের অমতে দীপঙ্করকে বিয়ে, উত্তর দিনাজপুরের মতোই জীবিত মেয়ের শ্রাদ্ধ করবেন অহনার মা? লিখলেন...
দেবলীনা কুমার এই বিষয়ে আজকালকে জানিয়েছেন 'মানুষের আজকাল সব বিষয়ে এত কৌতুহল যে সাধারণ জিনিসকেও জটিল বানিয়ে দেয়। আমার মিমটি দেখে খুব মজা লেগেছিল তাই শেয়ার করেছিলাম। আর কোনও কারণ ছিল না। যখন বুঝলাম বিষয়টা সবাই বাঁকা নজরে দেখছে তখন ডিলিট করে দিয়েছি।'
তিনি এদিন এও জানান, 'গৌরব সোশ্যাল মিডিয়ায় এই জন্যই কোনও পোস্ট করতে চায় না। করে না। এটা নিয়েও কথা উঠবে ভাবিনি। ঠিক করেছি আর কখনও এমন পোস্ট করব না ।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো দেবলীনাকে নিয়ে সম্প্রতি টলিউডের অন্দরে একটি গুজব রটে গিয়েছিল। গৌরব চট্টোপাধ্যায়কে নিয়েও অন্য এক চর্চা শোনা যাচ্ছিল। যদিও দোলের দিন একসঙ্গে খোশমেজাজে ধরা দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন সেসব নিছকই জল্পনা। একসঙ্গে ভালোই আছেন।
আরও পড়ুন : তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
আরও পড়ুন : প্রেমের চর্চা নস্যাৎ করলেও সায়ন্তর প্রশংসা প্রত্যুষার! বললেন, 'কখনও খারাপ ব্যবহার করেনি, কিন্তু…'
গৌরব, দেবলীনার কাজ
গৌরবকে বর্তমানে তেঁতুলপাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে। অন্যদিকে দেবলীনাকে আগামীতে রাস ছবিতে দেখা যাবে। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।