বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev On Bagha Jatin: ‘ক্লাস আর মাসের যে ভেদাভেদ…!’ অষ্টমীতে হিট বাঘা যতীন, বড় ঘোষণা দেবের
পরবর্তী খবর
Dev On Bagha Jatin: ‘ক্লাস আর মাসের যে ভেদাভেদ…!’ অষ্টমীতে হিট বাঘা যতীন, বড় ঘোষণা দেবের
1 মিনিটে পড়ুন Updated: 23 Oct 2023, 07:32 AM ISTTulika Samadder
করোনা পরবর্তী বাজারে টলিউড থেকে পরপর দুটো ব্লকবাস্টার উপহার দিয়েছেন দেব- টনিক আর প্রজাপতি। তবে শেষ রিলিজ ব্যোমকেশ ও দুর্হ রহস্য পায়নি ততটা সাফল্য। বাঘা যতীন কি ভাঙতে পারবে সব রেকর্ড?
অষ্টমীতে হলে রমরমা বাঘা যতীনের।
পুজোয় বাঙালীর জন্য এক বীর বিপ্লবীর গল্প নিয়ে এসেছেন দেব। বাঘা যতীন নাম শুনলেই মনে আসে খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করার কথা, বুড়িবালামের যুদ্ধ। তবে স্বাধীনতা সংগ্রামে যে কত বড় অবদান রেখে গিয়েছেন এই নির্ভীক, সাহসী, অকুতোভয় মানুষটা, তাই এবার বড় পর্দায় দেখছেন দর্শক। কিন্তু পুজোয় হলে লোক কি আসছে এই সিনেমা দেখতে, আপডেট দিলেন অভিনেতা নিজেই।
এই নিয়ে অভিনয় জীবনে দ্বিতীয় বায়োপিকে কাজ করলেন দেব। এর আগে তাঁকে দেখা গিয়েছে গোলন্দাজ সিনেমা হল ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে। এবার সিনেমার প্রয়োজনে দেবকে দেখা গেল বাঘা যতীন হিসেবে।
অভিনেতা অষ্টমীতে লিখলেন, ‘ধামাকেদার অষ্টমীর জন্য অনেক অনেক ধন্যবাদ। যতদিন যাচ্ছে আমরা যে শুধু বেশি হল পাচ্ছি তা নয়, আমাদের আরও বেশি শো হাউজফুলও হচ্ছে।’
‘হাউজফুলের বোর্ড শুধুমাত্র শহরে নয়, জেলাগুলিতেও। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, শহর থেকে গ্রাম, ক্লাস আর মাসের ভিতরের লাইন সব মুছে গিয়েছে… শুধুই গর্জন করছে বাঘা যতীন’, সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) লিখলেন দেব।