চা-কাকু মৃদুল দেব কে মনে আছে? কোভিডের সময় তিনি সমাজমাধ্যম মাতিয়ে রেখেছিলেন। 'আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা?' তাঁর এই কথা স্যোশাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল হয়েছিল। আর এবার তাঁকে নকল করলেন দেব!
চা-কাকুকে নকল করে বিনোদিনীর প্রচারে দেব, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল
চা-কাকু মৃদুল দেব কে মনে আছে? কোভিডের সময় তিনি সমাজমাধ্যম মাতিয়ে রেখেছিলেন। 'আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা?' তাঁর এই কথা স্যোশাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল হয়েছিল। আর এবার তাঁকে নকল করলেন দেব!
কী ঘটেছে?
আর কটা দিন পরই বড়পর্দায় 'বিনোদিনী' হয়ে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। শনিবারই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েই চা-কাকু মৃদুল দেবের মতো করে কথা বললেন দেব। ভাইরাল কলকাতা দেবের এই ভিডিয়োটি প্রকাশ্যে এনেছেন।
ভিডিয়োয় দেবকে চা-কাকুর মতো করে বলতে শোনা গিয়েছে, ‘আজ ট্রেলার লঞ্চ করব না? করব না আমরা ট্রেলার লঞ্চ?’। আসলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেব-রুক্মিণী লিফট থেকে নেমে অনুষ্ঠান স্থলে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন পরিচালক রামকমলও। কিন্তু লিফট থেকে নামতে না নামতেই পাপারাৎজিরা তাঁদের ঘিরে ধরেন। সেই ভিড় কাটিয়ে আসল জায়গায় পৌঁছনোর জন্যে দেব তাঁদের সরাসরি সরে যেতে না বলে, মজার ছলে চা কাকুর মতো করে সরে যেতে বলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
ভিডিয়োয় দেব-রুক্মিণী রঙমিলান্তিতে ধরা দিয়েছিলেন। নায়কের পরনে ছিল ধূসর রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। হালকা ধূসর স্লেফ সুতোর কাজ করা শাড়ি, সঙ্গে ভারী জরদৌজি গয়নায় সেজে উঠেছিলেন রুক্মিণী। রামকমলের পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো জিন্স।
কে কী বলছেন?
ভিডিয়ো দেখেই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন দেবের কথা অনুকরণ করেই লেখেন, ‘আজ ট্রেলার লঞ্চ করব না ..… করব না আমরা ট্রেলার লঞ্চ ....।’
‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবি করতে গিয়ে অনেক সংঘর্ষ করতে হয়েছিল রুক্মিণীদের। শুধু তাই নয় তাঁর ও পরিচালক রামকমলের চেষ্টায় বর্তমানে স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার। তাই সবটা মিলিয়ে ছবি প্রচারে গিয়ে অনেক সময়ই নায়িকাকে কাঁদতে দেখা গিয়েছে। তবে অনেকে তাঁর এই কান্না নিয়েও তাঁকে নানা কটাক্ষ করতে ছাড়েননি। এই ভিডিয়োর কমেন্ট বক্সেও একজন কটাক্ষ করে লিখেছেন, এমা রুক্মিণী এখানে কাঁদছে না কেন? সব জায়গাই তো কাঁদে নাকে কান্নার মতো। এখানে কাঁদছে না কেন? এ বাবা মিস হয়ে গেল।'