বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: 'এত কাছ থেকে…', প্রিয় তারকাকে সামনে পেতেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না অনুরাগীর, কী করলেন দেব?
৮ মার্চ, শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন দেশের বিভিন্ন প্রান্তেই নানান অনুষ্ঠান হয়েছে। এরাজ্যও এই সেলিব্রেশনে বাদ যায়নি। আর এমনই এক সেলিব্রেশনে হাজির ছিলেন সুপারস্টার দেব। সেখানেই এক কাণ্ড করে বসলেন তাঁর এক অনুরাগী।
কিন্তু কী এমন ঘটেছে?
সোশ্যাল মিডিয়ার উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন সুপারস্টার দেব। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে উঠে আসেন এক অনুরাগী। যে কিনা আদপে একজন স্কুল পড়ুয়া। এরপর দেবের সঙ্গে হাত মেলাতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন ওই ছাত্রী। স্কুল ড্রেস পরেই দেখা গিয়েছে তাঁকে। এরপর সেলফি তুলতেও দেখা যায় ওই ছাত্রীকে। তাঁর আবদার রাখেন দেব। সেই আবেগঘন মুহূর্তটিই উঠে এসেছে টলি অনলাইনের ক্যামেরায়।
আরও পড়ুন-মাঠে জ্বললেন রোহিত, সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে জ্বলে উঠলেন জিতু