প্রভাসের কেরিয়ারের ২১তম ছবির নায়িকা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রভাস-দীপিকা ভক্তরা দীর্ঘসময় ধরেই এই জুটিকে একসঙ্গে রুপোলি পর্দায় দেখতে চাইছিলেন। অবশেষে এই স্বপ্নপূরণ হতে চলেছে। রবিবার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেললেন দীপিকা-প্রভাস। মহান্তি খ্যাত পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। প্যান ইন্ডিয়ার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ছবি,একাধিক ভাষায় মুক্তি পাবে এই সায়েন্স ফিকশন। গত ফেব্রুয়ারি মাসেই এই ছবির ঘোষণা সেরেছিল প্রযোজক সংস্থা বৈজয়ন্তী ফিল্মস। ছবির লিড হিরো হিসাবে ঘোষিত হয়েছিল প্রভাসের নামও। রবিবার জানা গেল এই ছবিতে প্রভাসের লিডিং লেডি হচ্ছেন বলিউডের 'রানি পদ্মাবতী',দীপিকা পাডু়কোন।সোশ্যাল মিডিয়ায় দীপিকা জানালেন, ‘আমি থ্রিলড বললেও কম বলা হবে! আর অপেক্ষা করতে পারছি না, আমার মনে হয় সামনে একটা দুর্দান্ত জার্নি অপেক্ষা করছে’। এই যাত্রাপথে দীপিকা সঙ্গী হওয়ায় খুশি প্রভাসও। দীপিকাকে স্বাগত জানিয়েছেন বাহুবলী তারকা। এই প্রোজেক্ট নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন, ‘আমি খুব এক্সাইটেড দীপিকা এই চরিত্রে থাকায়। এইরকমের কোনও চরিত্র এর আগে কোনও মেনস্ট্রিম নায়িকা করেনি এইটুকু বলতে পারি।দীপিকা সকলকে চমকে দেবে। এই ছবির অন্যতম ইউএসপি হতে চলেছে প্রভাস-দীপিকা জুটি। এই গল্পটা, এই চরিত্রগুলো অনেক বছর মানুষের মনে থাকবে এইটুকু বলতে পারি’।চলতি মাসের ১০ তারিখেই প্রকাশ্যে এসেছে প্রভাসের কেরিয়ারের ২০তম ছবির টাইলেল ও ফার্স্ট লুক পোস্টার। ছবির নাম ‘রাধেশ্যাম’। ছবি পরিচালনায় রাধা কৃষ্ণা কুমার। এই ছবিতে প্রভাসের নায়িকা পূজা। দীপিকার ঝুলিতে আপতত রয়েছে একগুচ্ছ ছবি। কবীর খানের ৮৩ রয়েছে মুক্তির অপেক্ষায়। যেখানে কপিল দেব পত্নী রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। এছাড়াও শকুন বত্রা পরিচালিত রোম্যান্টিক থ্রিলারে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডের সঙ্গে কাজ করছেন দীপিকা। এছাড়াও দীপিকাকে শীঘ্রই রুপোলি পর্দায় দ্রৌপদীর ভূমিকাতেও দেখা যাবে। এছাড়াও জনপ্রিয় হলিউড ছবি দ্য ইনটার্নের হিন্দি রিমেকেও অভিনয় করার কথা ছিল দীপিকার। যেখানে লিড চরিত্রে অভিনয় করতেন ঋষি কাপুর ও দীপিকা পাড়ুকোন। তবে ঋষি কাপুরের মৃত্যুর পর এই ছবির ভবিষ্যত আপতত অনিশ্চিত।