বাংলা নিউজ > বায়োস্কোপ > বড় পর্দায় বিদ্যাসাগর! দেবারতির ‘ঈশ্বরের অন্তিম শ্বাস’ নিয়ে হচ্ছে সিনেমা
পরবর্তী খবর
বড় পর্দায় বিদ্যাসাগর! দেবারতির ‘ঈশ্বরের অন্তিম শ্বাস’ নিয়ে হচ্ছে সিনেমা
1 মিনিটে পড়ুন Updated: 24 Jan 2024, 10:57 AM ISTTulika Samadder
টলিপাড়ার এক প্রযোজনা সংস্থা তাঁর থেকে 'ঈশ্বরের অন্তিম শ্বাস'-এর স্বত্ব কিনেছেন বলেই জানান দেবারতি। । জীবনের শেষ সাতেরোটি বছর বিদ্যাসাগর কাটান ঝাড়খণ্ডের একটি অখ্যাত গ্রাম কার্মাটাঁড়ে। আর তা নিয়েই সিনেমা।
দেবারতির লেখা ঈশ্বরের অন্তিম শ্বাস নিয়ে আসছে সিনেমা।
বাংলায় সাহিত্যধর্মী ছবির দর্শক নেহাত কম নেই। তবে আজকাল আর কাজ হয় না সেভাবে। তবে খুব জলদি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির পর পর্দায় আসতে চলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জানা গেল, বিখ্যাত লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের লেখা থেকে আসতে চলেছে নতুন প্রোজেক্ট। এর আগেও দেবারতির লেখা জায়গা করে নিয়েছে টিনসেল টাউনে। আর এবার পালা ‘ঈশ্বরের অন্তিম শ্বাস’-এর।
টলিপাড়ার এক প্রযোজনা সংস্থা তাঁর থেকে স্বত্ব কিনেছেন বলেই জানান দেবারতি। লেখিকা জানালেন, ‘এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এর আগেও আমার লেখা থেকে সিনেমা তৈরি হয়েছে। কিন্তু এই উপন্যাসটি আমার কাছে খুব স্পেশাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন নিয়ে লেখা হয়েছে এটি।’
অধুনা ঝাড়খণ্ডের একটি অখ্যাত গ্রাম কার্মাটাঁড়ে শেষ জীবন কাটে ঈশ্বরচন্দ্রের। পরিবার পরিজনদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তথাকথিত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গিয়ে বসবাস শুরু করেছিলেন সাহিত্যিক। জীবনের শেষ সাতেরোটি বছর তিনি কাটিয়েছেন সেখানে। তাঁর সেই জীবন অজানা অনেকেরই। থেকে গিয়েছে লোকচক্ষুর আড়ালে। আর সেটাই নিজের বইতে তুলে ধরেছেন দেবারতি।
দেবারতি জানান, বইটি লেখার আগে তিনি রেইকি-তে গিয়েছিলেন কার্মাটাঁড় গ্রামে। বিদ্যাসাগরের বসতবাটি ‘নন্দনকানন’-ও ঘুরে দেখেন। দেখেন বিদ্যাসাগরের নিজের হাতে লাগানো আম গাছটিও। ‘তাঁর ওখানকার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মন ভারাক্রান্ত হয়েছিল অপরিসীম লজ্জায়। একজন বাঙালি হিসেবে সর্বকালের সেরা বাঙালীর শেষ জীবন সম্পর্কে না জানার লজ্জায় ভরে গিয়েছিল মন। তারপর এই উপন্যাস লেখার কাজ শুরু করি।’
গত কয়েক বছরে বাংলা সিনেমা খুব বেশি ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। এমনকী, ২০২৪ সালটাও শুরু হয়েছে ঠান্ডাভাবে। তবে সাহিত্যধর্মী ছবির দর্শক নেহাত কম নেই। সাফল্যও এসেছে অতীতে। এখন দেখার এই ছবির ক্ষেত্রে কী হয়।