২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে অভিনয় করার কিছুদিন আগেই অপারেশন হয়েছিল শাহরুখের। সমস্ত সাবধানতা অবলম্বন করার পরেও স্বদেশ ছবির সেটে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি সেই ঘটনার কথা শেয়ার করেন ছবি অন্যতম অভিনেতা দয়া শঙ্কর পান্ডে।
ফ্রাইডে টকিজের সঙ্গে একটি সাক্ষাৎকারে দয়া শঙ্কর জানান, তিনি কীভাবে স্বদেশ ছবির সেটে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। আত্মবিশ্বাস না থাকলেও পরিচালকের জোরাজুরিতে বাইক চালাতে হয়েছিল তাঁকে, তার ফলেই ঘটে যায় দুর্ঘটনা। তাঁর বাইক চালানোর কায়দায় শাহরুখ ছিটকে মাটিতে পড়ে যান, যদিও পড়ে তিনিই সবটা সামলে নিয়েছিলেন।
আরও পড়ুন: বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক সময় তৈরি করেছিল বিতর্ক
দয়া বলেন, ‘আমি পরিচালককে বলেছিলাম আমি অনেকদিন বাইক চালাইনি। আমি হয়তো পারবো না। তখন আশুতোষ আমাকে বলেছিলেন, না আমি জানি তুমি এটা পারবেই। আমেরিকা ফেরত একজন মানুষ যে গ্রামের পরিবেশের সঙ্গে অপরিচিত, তাই তাঁকে দিয়ে কীভাবে বাইক চালানো যাবে!।’
দয়া আরও বলেন, ‘বাইক স্টার্ট দেওয়ার আগে আমার মুখ দেখে শাহরুখ বুঝতে পারেন যে আমি ভীষণ চিন্তা করছি। মজার ছলে তাই তিনি আমায় জিগ্গেস করেন, মেলা রাম (চরিত্রের নাম) তুমি কি বাইক চালাতে পারবে? আমি বললাম হ্যাঁ। এরপরই তিনি বাইকে উঠে বসেন এবং আমি বাইক স্টার্ট দি।’
অভিনেতা বলে চলেন, ‘বাইক স্টার্ট দিতেই একটা ঝাঁকুনি হয় এবং আর তাতে শাহরুখ ছিটকে মাটিতে পড়ে যায়। আমি ভীষণ ভয় পেয়ে কাঁপতে শুরু করি। আমার মনে হয়েছিল ওখানেই আমার কেরিয়ার শেষ। মুহূর্তে সেটের পুরো পরিবেশ বদলে যায়। আমি তাকিয়ে দেখি পরিচালক আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন।’
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাল ৪ মুক্তির দিন, কবে আসছে অজয়-রীতেশদের ছবি?
সবশেষে অভিনেতা বলেন, ‘তবে গোটা ব্যাপারটা শাহরুখ সামলে নিয়েছিলেন। মাটি থেকে উঠে আমার কাঁধে হাত দিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আমি জানতাম তুমি সাইকেল চালাতে জানো না। এরপর পরিচালকের দিকে তাকিয়ে তিনি বলেন, আশু চলো শর্টটি নেওয়া যাক। শাহরুখের এই আশ্বাস বাণীতে কিছুটা হলেও মনে জোর পাই আমি।’
প্রসঙ্গত, ‘স্বদেশ’ ছবিটি শুরু হওয়ার কিছুদিন আগেই ‘শক্তি: দ্যা পাওয়ার’ ছবির শ্যুটিং চলাকালীন পিঠে গুরুতর আঘাত পেয়েছিলেন শাহরুখ। পিঠের সার্জারি করার পর তিনি কিছুটা সুস্থ হয়ে শুরু করেছিলেন স্বদেশ ছবির কাজ। তারপরেই এই দুর্ঘটনা খুব স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়ে দিয়েছিল সকলের।