Robbie Coltrane Deatহ্যারি পটারের হ্যাগ্রিডের মারা যাওয়ার খবর আসতেই শোকের ছায়া বিনোদন জগতে। ৭২ বছর বয়সে স্কটল্যান্ডের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিনেতা রবি কলট্রেন ‘হ্যারি পটার’ প্রেমীদের কাছে খুব পরিচিত এক মুখ। যেভাবে সে ভালোবাসা-যত্নে আগলে রাখত হ্যারিকে তা পাগল করত পটার-ভক্তদের। প্রিয় হ্যাগ্রিডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ‘হ্যারি’ ড্যানিয়েল ব়্যাডক্লিফ ও পটার সিরিজের লেখিকা জেকে রাউলিং-এর।'মাগল দুনিয়া'-র এ যেন এক অপূরণীয় ক্ষতি। যদিও রবি কলট্রেনকে বেশিরভাগ দর্শক ‘হ্যাগ্রিড’ হিসেবেই চেনে, তবে বহু ভালো কাজ করেছেন তিনি। ১৯৭৯ সালে 'প্লে ফর টুডে' টিভি সিরিজ দিয়ে প্রথম পা রাখা অভিনয়ে। ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘ক্যাক্রার’ তাঁকে দেয় খ্যাতি। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা ওই সিরিজে রবি অভিনয় করেছিলেন ডক্টর এডি ফিটজেরাল্ড নামে এক ক্রিমিনাল সাইকোলজিস্টের ভূমিকায়। দুটি জেমস বন্ড ছবি, গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯)-এও কাজ করেছেন। পরপর তিনবার জিতেছেন BAFTA পুরস্কার। হ্যারি পটার সিরিজের আটটি ছবিতেই ছিলেন হ্যাগ্রিড। শোনা যায়, রাউলিংয়েরও নাকি হ্যাগ্রিড হিসেবে প্রথম পছন্দ ছিল তাঁকেই প্রথম থেকে।রাউলিং তাঁর পছন্দের হ্যাগ্রিডকে নিয়ে টুইট করেন, ‘রবির মতো কোনও মানুষকে জানার সৌভাগ্য আমার আর হবে না। একজন অসাধারণ প্রতিভা ছিলেন তিনি। বলা যায় একাই-একশো। আর ওকে জানাতে পারা আমার সৌভাগ্য, ওর সঙ্গে কাজ করা, ওর কথায় পাগলের মতো হাসা। আমি আমার ভালোবাসা আর গভীর শোকজ্ঞাপন করলাম ওঁর পরিবারের উদ্দেশে, সর্বোপরি ওঁর সন্তানদের উদ্দেশে।’ ড্যানিয়েল ব়্যাডক্লিফ ওরফে হ্যারি পটারও শোকপ্রকাশ করেছেন রবি কলট্রেনের মৃত্যুতে। জানিয়েছেন, ‘আমার দেখা অন্যতম সেরা মানুষ এবং কমেডিয়ান। আমার অনেক স্মৃতি জড়িয়ে ওঁনার সঙ্গে, বিশেষত প্রিজনার অফ আজকাবান ছবির শ্যুটিং-এর সময় আমাদের সবার স্পিরিট উনিই ধরে রাখতেন। আমি সৌভাগ্যবান যে ওঁর মতো একজন বড়মাপের অভিনেতার সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি। ওঁর মৃত্যু দুর্ভাগ্যজনক, অসাধারন অভিনেতা, তার চেয়েও অসাধারণ মানুষ ছিলেন উনি।’১৯৫০ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্ম হয় রবির। বাবা-মা ছিলেন ডাক্তার ও শিক্ষিকা। গ্লাসগো আর্ট স্কুল থেকে গ্র্যাজুয়েশন করে তিনি চলে যান এডিনবার্গের মোরে হাউজ কলেজ অফ এডুকেশনে আর্ট নিয়ে পড়তে। এডিনবার্গের ক্লাবে সে সময় স্ট্যান্ড কমেডিও করতেন তিনি।