হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন রণবীর! সম্প্রতি তাঁর ক্রিসমাস উদযাপনের একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে উসকে গিয়েছে বিতর্ক। থানায় তাঁর নামে বুধবার অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।
রণবীরের নামে অভিযোগ
ক্রিসমাস উপলক্ষ্যে কাপুর পরিবারে যেমন প্রতিবছর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও তেমনটাই করা হয়েছিল। পরিবারের অন্যান্যদের সঙ্গে মেয়ে রাহাকে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া এবং রণবীর। সেদিনকার একটি ভিডিয়ো সম্প্রতি দারুণ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর কাপুরের সেই ভাইরাল ভিডিয়োতে তাঁকে একটি কেকের উপর মদ ঢেলে আগুন ধরাতে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁদের সকলের মুখে জয় মাতাদি রব। এ হেন ভিডিয়ো ভাইরাল হতেই চটে গিয়েছেন অনেকেই। তাঁদের মতে অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। সেই কারণে তাঁর নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।
আরও পড়ুন: আদালতে জ্যাকলিন কী পরে আসবেন ঠিক করে দিতেন সুকেশ! প্রকাশ্যে অভিযুক্তের হোয়াটসঅ্যাপ চ্যাট
আরও পড়ুন: পুলিশ অফিসারের পর সোজা কয়লা মাফিয়া! 'খাদান'-এ দেব-ইধিকার সঙ্গী হচ্ছেন সৌমিতৃষাও?