Childhood Photos: চিনতে পারছেন এই দু'জনকে! তরুণ বয়সের ছবি দেখে অবাক ভক্তরা, বলুন তো কে?
1 মিনিটে পড়ুন Updated: 23 Oct 2023, 12:33 PM ISTChildhood Photos: দুই তারকার তরুণ বয়সের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে অবাক ভক্তরা।
চিনতে পারছেন?
চিনতে পারছেন?
প্রিয় তারকার ছোটবেলার ছবি ঘিরে ভক্তদের মধ্যে অন্য রকম ভালোবাসা কাজ করে। অনেক ভক্তই সোশ্যাল মিডিয়া ঘেটে প্রিয় তারকার পুরনো ছবি বের করেন। কেউ কেউ শেয়ার করেন। সদ্য অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলির শৈশবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রবিবার রাতে মাইক্রোব্লগিং সাইট রেডডিটে ছড়িয়ে পড়েছে ছবিগুলি।
একটি ছবিতে তরুণী শিল্পা শেট্টিকে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা গিয়েছে। মুখে তাঁর অমলিন হাসি। অন্যদিকে, ছবিতে তরুণ বিরাট কোহলিকে বেশ সিরিয়াস দেখাচ্ছে। তাঁর চোখেমুখে যেন ক্রোধ প্রকাশ পাচ্ছে। কপালে তিলক পরে তরুণ তারকা ক্রিকেটার। আরও পড়ুন: নেই কাজল! তুতো দিদি রানির সঙ্গে ধুনুচি নাচ তানিশার, কে কাকে টক্কর দিল
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তাদের মতামত প্রকাশ করেছেন মন্তব্য বিভাগে। একজন লিখেছেন, ‘অল্প বয়সে শিল্পা শেট্টি দেখতে সানি দেওলের মতো’। আরেকজন যোগ করেছেন, ‘এই তরুণ বিরাটের ছবি খুব সুন্দর, ওকে দেখলেই আমার ঠোঁটে হাসি থাকে’। অন্য একজন লিখেছেন, ‘বিরাটকে তখনও ভালো লাগছিল’।