বাংলা নিউজ > বায়োস্কোপ > Ahona-Chandni: 'যারা ঠকে তারা কখনও অন্যকে ঠকায় না...', ফের ইঙ্গিতবহ পোস্ট চাঁদনীর, নামহীন লেখার নিশানা কি কন্যা অহনা?
পরবর্তী খবর
Ahona-Chandni: 'যারা ঠকে তারা কখনও অন্যকে ঠকায় না...', ফের ইঙ্গিতবহ পোস্ট চাঁদনীর, নামহীন লেখার নিশানা কি কন্যা অহনা?
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2025, 08:15 AM ISTSubhasmita Kanji
Ahona-Chandni: সম্প্রতি প্রেমিক তথা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এসেছেন অহনা। তারপর এদিন একটি ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা যায় চাঁদনী গঙ্গোপাধ্যায়কে।
Ad
ফের ইঙ্গিতবহ পোস্ট চাঁদনীর
সম্প্রতি প্রেমিক তথা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন অহনা দত্ত ওরফে উক্ত ধারাবাহিকের মুখ্য খলনায়িকা মিশকা। তারপর এদিন একটি ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা যায় চাঁদনী গঙ্গোপাধ্যায়কে।
এদিন কারও নাম না করেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, 'যারা জীবনের বেশিটায় ঠকে,তারা অন্যদের কোনদিন ঠকায় না,শুধু বিশ্বাস করতে ভুলে যায়।'
চাঁদনী গঙ্গোপাধ্যায়ের পোস্ট
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ড্যান্স বাংলা ড্যান্সে অহনা এবং তাঁর মা চাঁদনী এসেছিলেন জুটি বেঁধে। মা মেয়ের নাচ অল্পদিনেই নজর কাড়ে সবার। আর সেখান থেকেই জানা যায় ডিভোর্সের পর মেয়েই ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায় চাঁদনীর। কিন্তু তাঁদের সেই সম্পর্কে ছেদ পড়ে দীপঙ্করের আগমনে।
দীপঙ্কর ডিভোর্সি। আর এমন কাউকে মেয়ে বিয়ে করুক সেটা মোটেই চাননি চাঁদনী। প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পোস্টও করেন তিনি সেই সময়। তবে অহনা তাঁর ভালোবাসার মানুষটির হাত ছাড়েননি। বরং ২০২৩ সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন দীপঙ্করের সঙ্গে। তবে সেই খবর প্রকাশ্যে আনেন ২০২৫ এর ১ জানুয়ারি। সকলেই সেই খবর পেয়ে চমকে ওঠেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ড্যান্স বাংলা ড্যান্সের পরই অহনা সুযোগ পান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। অল্পদিনেই নজর কাড়েন তিনি। অন্যদিকে মন দিয়ে বসেন ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করকে। প্রথমে লিভ ইন করলেও পরে আইনি বিয়ে সেরে নেন তাঁরা।
মেয়ের বিয়ের পর কি মায়ের সঙ্গে সমস্যা মিটেছে? এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করলে চাঁদনী জানান তিনি এই ব্যাপারে কথা বলতে একেবারেই চান না। অন্য কোনও বিষয় থাকলে অবশ্যই কথা বলবেন তিনি। কিন্তু এই নিয়ে কিছু বলার নেই তাঁর। ফলে বরফ যে এখনও গলেনি সেটা স্পষ্ট। আর অনুরাগীদের মনে এখানেই প্রশ্ন উঠছে যে তবে কি এই নামহীন পোস্টটিও তিনি মেয়েকে উদ্দেশ্য করেই করেছেন?