সময় রায়নার ‘ইন্ডিয়াস গট লেটেন্টে’ সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে হাজির ছিলেন রণবীর আলাহাবাদিয়া। সেখানেই তিনি এক প্রতিযোগীকে বাবা মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস প্রশ্ন করে বসেন। তা নিয়ে শুরু হয় বিতর্ক, গড়ায় কোর্ট পর্যন্ত। আর এবার এই নিয়ে কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে। আইন দ্বারা নিষিদ্ধ বিষয়বস্তু সম্প্রচারের বিরুদ্ধে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ফের সতর্ক করেছে।
তথ্য ও ব্রডকাস্টিং মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য একটি নির্দেশিকা জারি করে। সেখানে বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইন ২০২১ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সেখানে অনলাইন বিষয়বস্তু প্রকাশক এবং ওটিটি প্ল্যাটফর্মের স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলির জন্য যে আইন এবং নৈতিক নির্দেশিকাগুলি রয়েছে সেগুলির উপর জোর দেওয়া হয়েছে। এখানে ছয়টি মূল বিষয় তুলে ধরা হয়৷
আরও পড়ুন: মহানায়িকাকে কেন 'স্যার' বলে ডাকতেন গুলজার? ‘আঁধি’ ৫০ বছর পূর্তিতে নিজেই জানালেন পরিচালক
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 'মন্ত্রণালয় পার্লামেন্টের সদস্যদের কাছ থেকে রেফারেন্স পেয়েছে, বিধিবদ্ধ সংস্থাগুলির প্রতিনিধি এবং অনলাইন কিউরেটেড কন্টেন্ট (ওটিটি প্ল্যাটফর্ম) এবং সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রকাশিত অশ্লীল বিষয়বস্তুর বিষয়ে জনগণের কাছ থেকেও অভিযোগ পেয়েছে।’
এতে আরও বলা হয়েছে, 'নীতিশাস্ত্র, অন্যান্য বিষয়ের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আইন দ্বারা নিষিদ্ধ কোনও বিষয়বস্তু সম্প্রচার না করার, সাধারণ নির্দেশিকাগুলির উপর ভিত্তি করে বয়স-ভিত্তিক শ্রেণীবিভাগের বিষয়টি মাথায় রেখে যে কোনও কন্টেন্টের তৈরি ও সম্প্রচার করা, 'A' রেটেড বিষয়বস্তুর জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজনীয়। 'A' রেটেড কন্টেন্ট যেন কোনও ভাবেই শিশুদের হাতে না পড়ে তা জন্য সঠিক ভাবে নিয়ন্ত্রণ রাখা উচিত, অ্যাক্সেসের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং যথাযথ সতর্কতা এবং বিচক্ষণতা সঙ্গে যাতে বিবেচনা করা হয়।' এই সব নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'রনিতকে লাথি মেরে বাস থেকে বের করে দিই…', লাগানের শ্যুটিংয়ে কেন এমন করেন অপূর্ব লাখিয়া?
প্রসঙ্গত, এই বিতর্ক এখন এমন পর্যায় গিয়ে পৌঁছেছে যে ‘ইন্ডিয়াস গট লেটেন্টে’ হোস্ট সময় রায়না তাঁর ইউটিউব চ্যানেল থেকে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'- এর সমস্ত পর্ব মুছে দিয়েছেন।
প্রতিযোগীকে কী জিজ্ঞেস করেছিলেন রণবীর?
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর ওই ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছিল প্রতিযোগীতায় অংশ নিতে আসা ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে চান?’ রণবীরের মুখে এই প্রশ্ন শুনে স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রতিযোগী। তখন সময় রায়না বলেন, 'এগুলো সব ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।'