প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলার মেয়ে অনসূয়া সেনগুপ্তের সেরার পুরস্কার জয়ের ঘোর এখনও কাটেনি। তার মধ্যেই এল আরও এক সুখবর। ৩০ বছর পর কোনও ভারতীয় ছবি হিসাবে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'ওর জয়ের প্রত্যাশা জাগিয়েছিল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সর্বোচ্চ পুরস্কার হাতছাড়া হলেও কানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ পিঁ পুরস্কার জিতল এই ছবি।
উৎসবের শেষ দিনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ছিনিয়ে নিল এই ভারতীয় কন্যে। এদিন ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন পায়েল। মঞ্চে দেখা মিলল কানি কুশ্রুতি, দিব্যা প্রভা ও ছায়া কদমের। বিজয়ী হিসাবে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর নাম ঘোষণার পরেই আবেগে-উচ্ছ্বাস ভাসল গোটা টিম। চোখ ছলছল সকলের।
এদিন কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জুরি প্রাইজ জয়ী ছবির নাম ঘোষণা করেন জাপানি পরিচালক কোরি এদা-হিরোকাজু।
গত ২৩শে মে কানে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর। ছবি শেষ হওয়ার পর আট মিনিট ধরে হৃদয়গ্রাহী স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল পায়েল ও তাঁর কলাকুশলীরা। এই ছবির সঙ্গেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন পায়েল। শুরুতেই বাজিমাত তাঁর।
ইন্দো-ফরাসি প্রযোজনায় তৈরি এই ছবি। নার্স প্রভা (কানি কুশ্রুতি দ্বারা অভিনীত)র জীবনের গল্পে বলে এই ছবি। কানে পায়েলের সাফল্যের ইতিহাস অবশ্য বহু পুরোনো। এর আগে আ নাইট অফ নোয়িং নাথিং নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরষ্কার জিতেছিলেন পায়েল।