আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিজয়ার পরে। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি বড় পর্দার আসার ঠিক দুদিন আগে প্রকাশ্যে এল এটির ট্রেলার যা দেখে ছিটকে যেতে হয়।
প্রকাশ্যে বিজয়ার পরে ট্রেলার
ট্রেলারের শুরু হচ্ছে ঠাকুরের চালচিত্রে দেবী দুর্গা বা তার পরিবারের নেই, আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চলছে তাঁরই বরণ! সারা কপাল জুড়ে লেপ্টে আছে সিঁদুর। দেবীর মতো চালচিত্রের সঙ্গে দুই হাত বাঁধা স্বস্তিকার। তাঁকে ধরে ঘোরাচ্ছেন কুলিরা। নিয়ে যাওয়া হবে বিসর্জনে।
আরও পড়ুন: কেবল গান নয়, দুর্দান্ত বিরিয়ানিও রাঁধতেন রাশিদ খান! উস্তাদজির মৃত্যুর পর অদেখা ভিডিয়ো পোস্ট মীরের
আরও পড়ুন: চিরঘুমে উস্তাদ রাশিদ খান, গান স্যালুট-চোখের জলে কিংবদন্তি গায়ককে বিদায় জানালেন ভক্তরা
এরপরই দেখা যায় বিজয়ার পর কাশের বনে একাকী হুইলচেয়ার ধরে দাঁড়িয়ে আছেন মমতা শঙ্কর। তারপর তিনি বাড়ি ফেরেন। খাবার টেবিলে বসে মীর এবং অন্যান্যরা। অন্যদিকে বাবাকে হন্যে হয়ে খুঁজছেন স্বস্তিকা। আবার শেষে তাঁকে একই ভাবে চালচিত্রে হাসিমুখে বাঁধা অবস্থায় দেখা যায়। যেখানে তাঁর বরণ চলছে ভাসানের আগে। ট্রেলারে এক ঝলক দেখা মেলে দীপঙ্কর দে-রও। গোটা ট্রেলার জুড়ে আছে ভরপুর রহস্য। ট্রেলার যেন কেবলই দর্শকদের মনে একাধিক প্রশ্ন তুলে রহস্যের হাতছানি জাগাল।
বিজয়ার পরে প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ শ্রী দাস। ইতিমধ্যেই ছবিটি ২৯ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এটি এই চলচ্চিত্র উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখান হয়েছে। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, দীপঙ্কর দে ছাড়াও আছেন মীর, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ।
আরও পড়ুন: 'তুমি যখন কেবল একটা হৃদস্পন্দন ছিলে...' ছেলের ৫০তম জন্মদিনে আবেগঘন পিঙ্কি রোশন, হৃতিকের জন্য লিখলেন কী?
এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবিটির ট্রেলার পোস্ট করে লেখেন, 'আমার ছবি বিজয়ার পরের অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে আনা হল। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। হলে এসে ছবিটি দেখবেন।'