শোনা যাচ্ছে, বিগ বস-১৭ তে অংশ নিতে পারেন, জিয়া শঙ্কর, মণিষা রানি, ঐশ্বর্য শর্মা, নীল ভাট, সৌরভ যোশী, অনুরাগ ডোভাল, অভিষেক মালহান, বেবিকা ধূবে। তবে এখনও Bigg Boss 17 নির্মাতাদের তরফে প্রতিযোগীদের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তবে এবার Bigg Boss 17 সঞ্চলক হিসেবে ফিরছেন সলমন খান।
টেলিভিশনে ফিরছে বিগ বস-১৭
বেশকিছুদিন আগেই শেষ হয়েছে বিগ বস OTT-২। এরই মধ্যে টেলিভিশনের পর্দায় Bigg Boss-এর ফেরার খবরে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই শুরু হচ্ছে Bigg Boss 17। কিন্তু কারা কারা অংশ নিচ্ছেন এই বিগ বসের এই সিজনে?
Bigg Boss 17-এ অংশ নিতে পারেন বলে ইতিমধ্যেই সামনে এসেছে বেশকিছু নাম। ই-টাইমস এবং ফিলমিবিট রিপোর্ট দাবি করছে, বিগ বস ১৭তে অংশ নিতে পারেন টেলি অভিনেতা এলিস কৌশিক এবং সমর্থ জুরেল। শোনা যাচ্ছে, এবারের বিগ বস-১৭র থিম হতে পারে ‘সিঙ্গল বনাম কাপন’। আর তাতেই রিয়েল লাইফ টেলিভিশ 'কাপল' কানওয়ার ধিলন ও এলিস কৌশিককের কাছে নাকি Bigg Boss- নির্মাতাদের তরফে প্রস্তাব গিয়েছে। যদিও তাঁরা সত্যিই এই শোয়ে অংশ নিচ্ছেন কিনা তা এখনো নিশ্চিত হয়নি। পুরো বিষয়টিই এখনও আলোচনা স্তরে রয়েছে।
প্রসঙ্গত, এলিস কৌশিক এবং কানওয়ার ধিলন একসঙ্গে ‘পান্ডে স্টোর’-এ কাজ করেছেন। এলিস ‘সূর্যপুত্র কর্ণ’ এবং ‘কাহাঁ হাম কাহাঁ তুম’এও কাজ করেছেন। আর কানওয়ার ‘না বোলে তুম না ম্যায়নে কুছ কাহাট, ’দো দিল এক জান', এবং ‘পিয়া রংরেজ’-এর মতো শোগুলির জন্য পরিচিত।