
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বিগ বস ১৩-র নতুন প্রোমো অন-এয়ার হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রোমোতে দেখা যাচ্ছে মাহিরা শর্মা ও পরশ ছাবরার মধ্যে একটি ঘনিষ্ঠ মুহূর্ত। স্বাভাবিকভাবেই খুশি নন পরশের বান্ধবী আকাঙ্খা পুরী। একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন যে পরেশের সঙ্গে তাঁর সম্পর্ক তিন বছর ধরে। সেই সম্পর্কের ভিতই এখন নড়ে গিয়েছে।
বিগ বস হাউসে যা হচ্ছে, তা একেবারেই বুঝতে পারছেন না আকাঙ্খা। তাঁর কথায়, ' এখন আমার সন্দেহ হচ্ছে যে তিন বছর ধরে পরেশ আমার সঙ্গে খেলছিল না এখন তিন মাস ধরে খেলছে '। তবে পরশকে এখনও কিছুটা সময় দিতে তিনি রাজি। একবার বিগ বসের ঘর থেকে পরশ এলে তাঁর সঙ্গে বসে কথা বলবেন, জানিয়েছেন আকাঙ্খা। এখনই কোনও তিনি সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন না বলে জানিয়েছেন আকাঙ্খা।
এর আগে বিগ বসে পরেশ জানিয়েছিলেন যে চাপের মুখে তাঁকে আকাঙ্খার নাম হাতে ট্যাটু করতে হয়েছিল। আকাঙ্খাকে শান্ত করার জন্য অতিষ্ঠ হয়ে হাতে নাম লিখিয়েছিলেন, বলেই দাবি তাঁর। তবে প্রয়োজনে ট্যাটুটিতে পরিবর্তন করতে পারবেন, সেই সুযোগও আছে বলে জানান তিনি।
এই অভিযোগও অস্বীকার করেছেন আকাঙ্খা। তাঁর কথায়, ওটি একটি সারপ্রাইজ গিফ্ট ছিল। তিনি কখনো চাননি। পরশ করার পর তিনিও হাতে বয়ফ্রেন্ডের নাম লিখিয়েছিলেন, বলে জানান তিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus