বাংলা নিউজ > বায়োস্কোপ > Bidipta Chakraborty: ‘খেয়ে দেয়ে উপোস করে…’, অনশন নিয়ে জুনিয়র ডাক্তারদের কটাক্ষ, মোক্ষম জবাব বিদিপ্তার
পরবর্তী খবর
গত ৯ই অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিবাদের ঝড় সবমহলে। কাঠগড়ায় রাজ্য সরকার। প্রশ্নের মুখে পুলিশ-প্রশসান। আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতি এবং এখন আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তারদের ৭জন প্রতিনিধি। অনেকেই অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আরও প়ড়ুন-খাবেন শুধুই জল আর প্রয়োজনে ওষুধ, ১ দিনের প্রতীকী অনশনে বিরসা-বিদিপ্তা-দেবলীনা-চৈতিরা