Bhumi Pednekar Fashion: ২০১৫ সালে মুক্তি পায় আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হাইশা’। এর পর একে একে মুক্তি পায় ‘টয়লেট: এক প্রেমকথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা। বর্তমানে ফ্য়াশনেবল লুকের কারণে চর্চায় থাকেন ভূমি।