‘কান্দে শুধু মন কেন কান্দেরে…’। ২০১৮য় মুক্তি পাওয়া বাংলা ব্যান্ড 'ভূমি'র এই গান এখনও লোকমুখে ঘুরে ফেরে। আরও একবার 'ভূমি'র সৌমিত্র রায়ের সঙ্গে এই গানের নস্টালজিয়ায় ভাসলেন বেশকয়েকজন চিকিৎসকরা। তাও আবার অপারেশন থিয়েটারের মধ্যে…।
হ্যাঁ, ঠিকই পড়ছেন অপারেশন থিয়েটারে বেডে বসে গান গাইলেন গায়ক সৌমিত্র রায়। চিকিৎসকদের মাঝে মধ্যমণি হয়ে বসে পুরনো দিনে ফিরে গেলেন গায়ক সৌমিত্র রায়। তাঁর চোখে ছিল ব্যান্ডেজ বাধা, তবে তাতে কী! গলায় গান গাইতে বাধা কোথায়? ভাবখানা যেন এমনই, দিব্যি তাই গাইতে শুরু করে দিলেন ‘কান্দে শুধু মন কেন কান্দেরে…’। সৌমিত্র রায়ের সঙ্গে গলা মেলালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করে মা করে সৌমিত্র রায় লিখেছেন, ‘ডক্টরদের জ্য ওটিতে বসে গান গাইলাম, আমি সত্যিই পারি!’ সৌমিত্র রায়ের পোস্ট থেকে জানা যাচ্ছে, ২-৩দিন আগেই তাঁর এই ছানি অপরেশন হয়েছে মুকুন্দপুরের চক্ষু হাসপাতালে।
আরও পড়ুন-লন্ডন কনসার্টে গিয়ে বেসুরো বাজিয়েছিলেন দুই ছেলে, আঘাত পেয়ে জ্বর এসে যায় ওস্তাদ আমজাদ আলি খানের
আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় 'জওয়ান'-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?
আরও পড়ুন-‘সৃজিতকে নিয়ে হেডলাইন নয়, আমার কাজ নিয়ে আলোচনা হোক’, বলছেন 'মায়া' মিথিলা