বাংলা নিউজ > বায়োস্কোপ > Hoichoi Subscription: বাংলা ছবির বাজারের হাঁড়ির হাল হলেও তরতরিয়ে বাড়ছে হইচইয়ের সাবস্ক্রিপশন, কোন মন্ত্রে?
পরবর্তী খবর
Hoichoi Subscription: বাংলা ছবির বাজারের হাঁড়ির হাল হলেও তরতরিয়ে বাড়ছে হইচইয়ের সাবস্ক্রিপশন, কোন মন্ত্রে?
1 মিনিটে পড়ুন Updated: 02 Oct 2023, 11:49 AM ISTSubhasmita Kanji
Hoichoi Subscription: ভারত তো বটেই বাংলাদেশেও বেশ জনপ্রিয় OTT মাধ্যম হল হইচই। একাধিক দুর্দান্ত সিরিজ, সিনেমা রয়েছে এই প্ল্যাটফর্মের ঝুলিতে। সম্প্রতি লঞ্চ হয়ে গেল হইচই সিজন ৭। এবার জানা গেল এই প্ল্যাটফর্মের ডাইরেক্ট সাবস্ক্রিপশন প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
তরতরিয়ে বাড়ছে হইচইয়ের সাবস্ক্রিপশন
সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস আজকাল মূলত করোনার পর থেকে অনেকেই হারিয়েছেন। অফিসের সারাদিন ক্লান্তি বা উইকেন্ডে তার থেকে ঘরে বসে OTT প্ল্যাটফর্মে কিছু দেখতেই পছন্দ করেন অনেকেই। আর এমন অবস্থায় বাজারে একাধিক প্ল্যাটফর্মের রমরমা। তবে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হল হইচই। এই প্ল্যাটফর্মে দর্শকরা বিভিন্ন জ্যঁরের কনটেন্ট পান। রয়েছে একাধিক দুর্দান্ত সিরিজ, সিনেমা। আর সবটা মিলিয়েই এই প্ল্যাটফর্ম কিন্তু বেশ সুখের মুখ দেখছে। বর্তমানে এই বাংলা OTT মাধ্যমের ডাইরেক্ট সাবস্ক্রিপশন বেড়েছে ৪০ শতাংশ! একই সঙ্গে গত বছরের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্ডিভিজ্যুয়াল ওয়াচ টাইম। এমনটাই শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কোম্পানির তরফে।
আগামী বছর এই OTT মাধ্যমে ২৪টি অরিজিন্যাল ওয়েব সিরিজ এবং ৩টি ছবি মুক্তি পাবে। তবে কেবল ভারতে নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। সেখানেও প্রজেক্ট চলছে এটির। বাংলাদেশে ৬টা প্রোডাকশনের কাজ চলছে বর্তমানে। আসলে বাংলাদেশ বাংলা কনটেন্টের জন্য একটা বড় মার্কেট, একই সঙ্গে সেই দেশের অনেকেই মধ্য প্রাচ্যে থাকেন। ফলে এই গোটা মার্কেটটাই এখন হইচইয়ের লক্ষ্য।
হইচইয়ের সহ প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানিয়েছেন, 'লকডাউনের জন্যই OTT এর জনপ্রিয়তা এতটা বেড়েছে। বেড়েছে ভিউয়ারশিপ। কিন্তু মহামারী কেটে যাওয়ার পর যে সেটা আবার কমে গিয়েছে এমনটা একদম নয়। আমরা সম্পূর্ণ ভাবে পেইড কাস্টোমার বেসকে এখন টার্গেট করেছি।' তিনি আরও জানিয়েছেন যে তাঁদের যে শোগুলোকে দেখে মনে হবে এগুলোর আউটপুট ভালো হবে, ভালো সাড়া পাওয়া যাবে সেখানে তাঁরা বিনিয়োগ করবেন।